সিনহা হত্যার ন্যায় বিচারে বোনের অভিনব প্রতিবাদ
গত ৩১ জুলাই কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ বাহারছড়া শামলাপুর এবিপিএন চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। আদুরে ভাই সিনহা অনন্তের পথে পাড়ি দিলেও ভাই-বোনের মমতায় চির ধরেনি এতটুকও। তাই তো ভাইয়ের হত্যার ঘটনার অভিনব প্রতিবাদ জানালেন তিনি।
সিনহা হত্যার ঘটনায় হত্যাকারীদের বিরুদ্ধে মামলা করেছেন বড়বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস। এ ঘটনায় ওসি প্রদীপ, লিয়াকতসহ ১৪ জন কারাগারে আছেন।
সম্প্রতি হত্যার স্থানে বুকে ‘কামডাউন’ প্লাকার্ড ঝুলিয়ে মেজর সিনহা হত্যার এই অভিনব প্রতিবাদ জানান শারমিন। চেয়েছেন দোষীদের কঠিন বিচার। শারমিন শাররিয়ার ফেরদৌসের এই অভিনব প্রতিবাদের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
জানা গেছে, মেজর সিনহা গাড়ি থেকে নামার আদেশ পেয়ে দুই হাত উপরে তুলে পিস্তল তাক করা লিয়াকতের উদ্দেশে ‘কামডাউন’ উচ্চারণ করে শান্ত হওয়ার আহ্বান জানিয়ে নামার সময়ই পর পর চারটা গুলি করে হত্যা করা হয় সিনহাকে। সাক্ষীদের নিকট থেকে জানার পর ঘটনাস্থলে গিয়ে বোনের এ অভিনব প্রতিবাদ দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করেছে ব্যাপকভাবে।