খাবার খেতে পারছেন ইউএনও ওয়াহিদা খানম

  © ফাইল ফটো

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কমকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের অবস্থার আরও উন্নতি হয়েছে। দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হওয়ার পর প্রথমবারের মতো খাবার খেতে পেরেছেন তিনি। ৭২ ঘন্টার পর্যবেক্ষণ শেষে আগামীকাল সোমবার তার অবস্থা পর্যালোচনা করবেন চিকিৎসকরা।

আজ রোববার (৬ সেপ্টেম্বর) সকালে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক জাহেদ হোসেন বলেন, সকাল থেকে লিকুইড খাবার দেয়া শুরু হয়েছে তাকে। তার কনসাস লেভেলসহ সব প্যারামিটার ভালো। তবে শরীরের একাংশ অবশ হয়ে যাওয়ায় ডান পাশের অংশের উন্নতি হয়নি।

তিনি বলেন, ‘আজ মধ্যরাতে অস্ত্রোপচারের পর তাকে পর্যবেক্ষণের ৭২ ঘণ্টা শেষ হবে। সোমবার সকালে ফের তার অবস্থা পর্যালোচনা করা হবে।’

গত বুধবার রাতে ঘোড়াঘাটের সরকারি বাসভবনে দুর্বৃত্তরা ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবার ওপর হামলা করে। তারা হাতুড়িসহ বিভিন্ন অস্ত্র দিয়ে মারাত্মক জখম করে তাকে। পরদিন রংপুর কমিউনিটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

সেখান থেকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার নিয়ে এসে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সাইন্স অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়। এ হামলার ঘটনায় দিনাজপুরের ঘোড়াঘাট থানায় মামলা করেছেন ওয়াহিদা খানমের ভাই শেখ ফরিদ। ২০১৮ সালের ৭ নভেম্বর কর্মস্থলে যোগ দেন ওয়াহিদা খানম।


সর্বশেষ সংবাদ