আবরার হত্যা: আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদকে নিজের হলে পিটিয়ে হত্যার ঘটনায় ২৫ আসামির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠনের শুনানি শেষ করেছে। ওই মামলায় দণ্ডবিধি ৩০২ ধারায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন করা হয়েছে। এ ধারার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আর সর্বনিম্ন শাস্তি যাবজ্জীবন।
আজ বুধবার (২ সেপ্টেম্বর) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালতে শুনানি শুরু হয়। রাষ্ট্রপক্ষের কৌশলি মোশাররফ হোসেন কাজল ও এহসানুল হক সমাজি এই শুনানি শুরু করেন। এ সময় ২২ আসামিকে আদালতে হাজির করা হয়।
শুনানিতে মোশাররফ হোসেন কাজল বলেন, কারাগার থেকে সব আসামিকে আদালতে হাজির করা হয়েছে। এই মামলাটি চাঞ্চল্যকর। দেশ ও জাতি এর দিকে তাকিয়ে আছে। তাই দণ্ডবিধি ৩০২ ধারায় এই মামলার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করতে আবেদন করছি।
এহসানুল হক সমাজি বলেন, মামলাটিতে অভিযোগ গঠনের যথেষ্ঠ উপাদান রয়েছে। আদালতের কাছে আবেদন, আইনের আলোকে যাতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় সেদিকে লক্ষ্য রাখবেন।
২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলের শিক্ষার্থী আবরার ফাহাদকে ডেকে নেয় বুয়েট শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। এরপর রাত ৩টার দিকে হলে নিচতলা ও দোতলার সিঁড়ির করিডোর থেকে মরদেহ উদ্ধার করা হয় তাঁর।
আবরার বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। থাকতেন শেরেবাংলা হলের ১০১১ নম্বর কক্ষে। ওই ঘটনায় আবরারের বাবা বরকত উল্লাহ বাদী হয়ে ১৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন চকবাজার থানায়। মামলার তিন আসামি এখনও পলাতক রয়েছেন।