৩১ আগস্ট ২০২০, ২১:১১

নরওয়েতে কুরআন অবমাননার ঘোষণা দিয়েই পৃষ্ঠা ছিড়ে থুথু (ভিডিও)

  © সংগৃহীত

নরওয়েতে ইসলামবিরোধী এক বিক্ষোভ থেকে একজন নারী বিক্ষোভকারী কুরআনের পৃষ্ঠা ছিড়ে তাতে থুথু লাগিয়ে দিয়েছেন। এসময় ওই কর্মসূচিতে পুলিশ টিয়ার গ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় এবং অন্তত ৩০ জনকে গ্রেপ্তার করেছে।

শনিবার দেশটির রাজধানী অসলোর পার্লামেন্ট ভবনের পাশে স্টপ ইসলামাইজেশন অফ নরওয়ে (এসআইএএন) আয়োজিত এই সামাবেশে এই বিক্ষোভ ও কুরআনের পৃষ্ঠা ছেড়ার ঘটনা ঘটে। খবর ডয়েচে ভেলের।

সংবাদ সংস্থা ডিপিএ জানিয়েছে, এসময় শতাধিক পাল্টা প্রতিবাদকারীও জড়ো হয়ে ‘আমাদের রাস্তায় কোনও বর্ণবাদী নেই’ বলে স্লোগান দেয়।

নিউজ এজেন্সি এনটিবি জানিয়েছে, এসআইএএন-র একজন নারী সদস্য কুরআন থেকে পৃষ্ঠাগুলো ছিঁড়ে ফেলে এবং তাতে থুথু লাগিয়ে দেয়। এই নারী, যাকে আগে অভিযুক্ত করা হয়েছিল এবং ঘৃণাত্মক বক্তব্য থেকে খালাস দেওয়া হয়েছিল। বিক্ষোভে তিনি পাল্টা প্রতিবাদকারীদের বলেছিলেন, দেখুন, এখন আমি কুরআনের অবমাননা করব।

প্রায় ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে

এ ঘটনার পর সংঘর্ষের সূত্রপাত হয়। এসময় পাল্টা প্রতিবাদকারীরা এসআইএএন সদস্যদের দিকে ডিম নিক্ষেপ করে এবং পুলিশের দেয়া ব্যারিকেড লাফানোর চেষ্টা করে। কিছু পাল্টা প্রতিবাদকারী একটি পুলিশ ভ্যানে হামলাও করে। এসময় পুলিশ তাদেরকে মরিচের স্প্রে এবং টিয়ার গ্যাস ব্যবহার করে ছত্রভঙ্গ করে দেয়।

নরওয়ের পাবলিক ব্রডকাস্টার এনআরকে জানিয়েছে, পুলিশ ২৯ জনকে গ্রেপ্তার করেছে, যাদের মধ্যে বেশিরভাগ নাবালিকা ছিল।

এর আগে গত শুক্রবার সুইডিশ শহর মালমোতে নরওয়েতে এই বিক্ষোভের ঘটনাটি ঘটেছিল, যেখানে ডানপন্থী চরমপন্থীরা কুরআনের একটি অনুলিপি পুড়িয়ে দেওয়ার পরে বিক্ষোভকারীরা পুলিশের সাথে সংঘর্ষ করেছিল।