২৭ আগস্ট ২০২০, ১৯:১৭

সাবরিনার বিরুদ্ধে মামলা দিচ্ছে ইসি

  © ফাইল ফটো

জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডাক্তার সাবরিনার বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। আজ বৃহস্পতিবার মোহাম্মদপুর থানা নির্বাচন অফিসকে মামলা করার নির্দেশনা দিয়ে চিঠি পাঠিয়েছে এনআইডি উইং। ভিন্ন পরিচয়ে দুটি জাতীয় পরিচয়পত্র করায় এ নির্দেশ দিয়েছে কমিশন।

বিষয়টি নিশ্চিত করেছেন ইসি সচিব মো. আলমগীর। তিনি বলেন, এনআইডি অনুবিভাগের মহাপরিচালককে মামলা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সাবরিনার দ্বিতীয় এনআইডিটি ব্লক করে দেওয়া হয়েছে।

ইসি সচিব জানান, কোন প্রক্রিয়ায়, কার সুপারিশে তিনি দ্বিতীয়বার ভোটার হয়েছেন, আমাদের কেউ কোন অসৎ উদ্দেশ্যে সহায়তা করেছেন কি-না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

ভোটার তালিকা আইন-২০০৯ অনুযায়ী, দ্বৈত ভোটার হওয়া বা চেষ্টার বিষয়টিকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। এক্ষেত্রে অন্তত দুই বছর জেল ও জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে।

এ বিষয়ে এনআইডি অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুল ইসলাম বলেন, ইতোমধ্যে মৌখিকভাবে নির্দেশনা সংশ্লিষ্ট থানা নির্বাচন কর্মকর্তাকে দেওয়া হয়েছে। এরপরও আমরা মোহাম্মদপুর থানায় মামলা করার জন্য একটা চিঠি দিচ্ছি।