আশুরায় তাজিয়া ও পাইক মিছিল নিষিদ্ধ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৭ আগস্ট ২০২০, ০৯:৩২ AM , আপডেট: ২৭ আগস্ট ২০২০, ০৯:৩২ AM
পবিত্র আশুরা উপলক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন এলাকায় তাজিয়া ও শোক বা পাইক মিছিল নিষিদ্ধ করেছে পুলিশ। বুধবার (২৬ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মুহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা মহামারিতে ডিএমপি এলাকার নাগরিকরদের নিরাপত্তা নিশ্চিতে আশুরা উপলক্ষে তাজিয়া/শোক/পাইক মিছিল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তবে নগরবাসী স্বাস্থ্যবিধি মেনে ইমাম বাড়াগুলোয় ধর্মীয় অনুষ্ঠান করতে পারবেন।
তবে এসব অনুষ্ঠানে দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠি বহন এবং আতশবাজি ও পটকা ফোটানো নিষিদ্ধ থাকবে। এই আদেশ পবিত্র আশুরার অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত বলবৎ থাকবে বলে জানানো হয়েছে।