৯৯৯-এ ফোন, ধর্ষণ থেকে রক্ষা পেলেন ৪ তরুণী
৯৯৯-এ ফোন করে সংঘবদ্ধ ধর্ষণের হাত থেকে রক্ষা পেয়েছেন ৪ তরুণী। শনিবার (২২ আগস্ট) রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের পিতলগঞ্জ এলাকার শীতলক্ষ্যা নদীতে একটি ট্রলার থেকে তাদের উদ্ধার করে পুলিশ।
রূপগঞ্জ থানার ভোলাব তদন্ত কেন্দ্রের পরিদর্শক সাইফুল ইসলাম জানান, শনিবার সকালে উপজেলার রূপগঞ্জ এলাকা থেকে ৩০/৩৫ জন যুবক ইঞ্জিনচালিত ট্রলারে নদী পথে আনন্দ ভ্রমণের আয়োজন করে। পিকনিককে আরও প্রাণবন্ত করতে রাজধানী থেকে ৪ জন নৃত্য শিল্পীকে ১১ হাজার টাকার বিনিময়ে নিয়ে আসে তারা। চুক্তিবদ্ধ নৃত্যশিল্পীরা নাচ গান করে অনুষ্ঠান মাতিয়ে রাখে। প্রতিশ্রুতি ছিল সন্ধ্যার সময় ট্রলার থেকে তাদের তীরে নামিয়ে দেওয়া হবে। কিন্তু এ কথা রাখেনি ওই যুবকরা।
সাইফুল ইসলাম বলেন, দিন গড়িয়ে সন্ধ্যা পেরিয়ে রাত নেমে এলেও পিকনিকের আয়োজক রূপগঞ্জ গ্রামের হৃদয়, বিপ্লব, নিলয়, শাওন, রাসেল, সাগরসহ অন্যরা তাদের তীরে না নামিয়ে বিভিন্ন রকম অশালীন আচরণ করতে শুরু করে। একপর্যায়ে ৪ তরুণীকে ধর্ষণের চেষ্টা চালায় তারা। এ সময় এক তরুণী ৯৯৯-এ কল করে তাদের উদ্ধারের জন্য পুলিশের সহায়তা চায়। পরে রাত ১১টার সময় রূপগঞ্জ থানা পুলিশ ও নৌ-পুলিশ অভিযান চালিয়ে শীতলক্ষ্যা নদীর পিতলগঞ্জ কাচারীঘাট এলাকা থেকে তাদের উদ্ধার করে।
এদিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে পিকনিকের আয়োজক যুবকরা কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় নৌ-পুলিশ ইছাপুরা ফাঁড়িতে একটি অভিযোগ দায়ের করেছেন।
এ ব্যাপারে ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, আনন্দ ভ্রমণের আয়োজকদের চিহ্নিত করে তাদের আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা চলছে।