আদালতে কান্নায় ভেঙে পড়লেন ডা. সাবরিনা
করোনাভাইরাস পরীক্ষায় জালিয়াতি করার অভিযোগে জেকেজি হেলথ কেয়ারের সিইও আরিফুল হক চৌধুরী ও চেয়ারম্যান সাবরিনা আরিফ চৌধুরীসহ আট জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এর মধ্যে দিয়ে তাদের বিচার শুরু হলো।
আহ বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনছারীর আদালত সাবরিনাসহ আট আসামির অব্যাহতির আবেদন নাকচ করে দিয়ে অভিযোগ গঠনের এই আদেশ দেন। আদালতে অভিযোগ গঠন শুনানির আদেশ দেওয়ার পর পরই কান্নায় ভেঙে পড়েন জেকেজির চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরী।
এদিন আট আসামির পক্ষে তাদের আইনজীবীরা অভিযোগ গঠন শুনানিতে আসামিদের মামলা থেকে অব্যাহতির আবেদনের ওপর শুনানি করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আবদুল্লাহ আবু অব্যাহতির বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক অব্যাহতির আবেদন নামুঞ্জর করে অভিযোগ গঠন করেন।
এ মামলায় অন্য আসামিরা হলেন, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আরিফুল হক চৌধুরী, আবু সাঈদ চৌধুরী, হুমায়ূন কবির হিমু, তানজিলা পাটোয়ারী, বিপ্লব দাস, শফিকুল ইসলাম রোমিও ও জেবুন্নেসা।
বৃহস্পতিবার সকালে জেকেজি হেলথ কেয়ারের সিইও আরিফুল হক চৌধুরী ও চেয়ারম্যান সাবরিনা আরিফ চৌধুরীসহ আট জনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এরপর তাদের আদালতের হাজতখানায় রাখা হয়।
পরে ১১টা ৫০ মিনিটে আদালতের এজলাসে হাজির করা হয়। কিছু অংশ শুনানির পর আদালত দুপুর ২টা ৩০ মিনিটে ফের শুনানি জন্য সময় নির্ধারণ করেন। এরপর নির্ধারিত সময় শুনানি শুরু করে বিকেল ৪টায় শেষ হয়।