করোনার মধ্যেও পরীক্ষা, কলেজ অধ্যক্ষকে জরিমানা
চলমান কোভিড-১৯ পরিস্থিতির মধ্যেও সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পরীক্ষা গ্রহণের অভিযোগে রুহিয়া গিন্নি দেবী মহিলা কলেজ অধ্যক্ষকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন এ অর্থদণ্ড প্রদান করেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার জানান, ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের গিন্নি দেবী আগরওয়াল মহিলা কলেজে উপবৃত্তির সুবিধাভোগী নির্বাচনের নামে মোবাইল ফোনে ছাত্রীদের কলেজে ডেকে এনে পরীক্ষা গ্রহণ করা হয়। এমন অভিযোগ পেয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোশাররফ হোসেন ও রুহিয়া থানার পুলিশ ফোর্সসহ কলেজে অভিযান চালায়। এসময় অধ্যক্ষ বদরুল ইসলাম তার ভুল স্বীকার করে নিলে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন তার ২০ হাজার টাকা জরিমানা করেন।
এসময় করোনা পরিস্থিতি সময়েও শিক্ষার্থীদের অভিভাবকসহ কলেজে আসতে বাধ্য করা, স্বাস্থ্যবিধি লংঘন ও সরকারি নির্দেশনা অমান্য করায় কলেজের অধ্যক্ষ বদরুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
উল্লেখ্য, এর আগে দেশে করোনা পরিস্থিতিতে এর সংক্রমন ঠেকাতে সরকার সকল প্রকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করলেও ঠাকুরগাঁওয়ের রুহিয়া গিন্নি দেবী আগরওয়াল মহিলা কলেজে উপবৃত্তি সুবিধাভোগী নির্বাচনে পরীক্ষা গ্রহণ করে। আর পরীক্ষার ফি হিসেবে বিজ্ঞান শাখার জন্য ৭ শ, মানবিক ও বাণিজ্য শাখার জন্য ৫শ টাকা নেয়া হয়েছে বলেও অভিযোগ করে শিক্ষার্থীরা।