‘পঙ্গু হয়ে বাঁচতে চাই না’— চিরকুট লিখে কলেজছাত্রীর আত্মহত্যা
সিলেটে এমসি কলেজের এক ছাত্রীর গলায় ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার বেলা আড়াইটার দিকে নগরের শিবগঞ্জ এলাকার বাসা থেকে মৌমিতা দাস পপি (২৪) নামে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পপি বালাগঞ্জ উপজেলার কায়স্থঘাট গ্রামের রাজকুমার দাসের মেয়ে। তিনি নগরের শিবগঞ্জের হাতিমবাগ এলাকার ১ নম্বর রোডের ৪ নম্বর বাসার বাসিন্দা এবং এমসি কলেজের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন।
প্যারালাইসিসে আক্রান্ত পপি চিরকুটে ‘পঙ্গু হয়ে বাঁচতে চাই না’ লিখে আত্মহত্যা করেছেন বলে পুলিশের ধারণা।
পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ১২টায় মা-বাবার সঙ্গে রাতের খাবার খেয়ে নিজের রুমে ঘুমাতে যান পপি। রবিবার সকালে বাবা-মা ঘুম থেকে উঠে পপিকে বেডরুমের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপর পরিবারের লোকজন শাহপরান থানায় বিষয়টি জানালে তার মরদেহ উদ্ধার করা হয়।
পপির বাবা রাজকুমার দাস বলেন, পপি অসুস্থ ছিল। কি কারণে সে আত্মহত্যা করল আমরা তা জানি না।
শাহপরান থানার এসআই রিপটন পুরকায়স্থ জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। কক্ষের মধ্যে একটি চিরকুট পাওয়া গেছে, যেখানে লিখা আছে ‘আমি পঙ্গু হয়ে বাঁচতে চাই না’। এ থেকে পপি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।