পরিচয় মিলেছে লেবাননে নিহত চার বাংলাদেশির
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৬ আগস্ট ২০২০, ০৮:৪৭ AM , আপডেট: ০৬ আগস্ট ২০২০, ০৮:৪৭ AM
লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে চার বাংলাদেশি নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন ১০০ বাংলাদেশি। এরমধ্যে শ্রমিক ৭৯ জন। আর নৌবাহিনীর সদস্য ২১ জন। তারা জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কর্মরত রয়েছেন।
বিস্ফোরণে বাংলাদেশি যুদ্ধ জাহাজ ‘বিজয়’ ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার (৫ আগস্ট) লেবাননে বাংলাদেশ দূতাবাস থেকে এ তথ্য মিলেছে। নিহত চার বাংলাদেশি হলেন ব্রাহ্মণবাড়িয়ার মেহেদি হাসান ও রাসেল মিয়া, কুমিল্লার রেজাউল এবং মাদারীপুরের মিজান। তারা সেখানে বৈধ কর্মী হিসেবে কাজ করতেন।
আইএসপিআর জানায়, নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বিজয়’ ১১০ জন নিয়ে ব্যানকন-৮ হিসেবে লেবাননের সমুদ্র এলাকায় মোতায়েন করা হয়। বর্তমানে জাহাজে ব্যানকন-১০ কন্টিনজেন্ট সেখানে মোতায়েন রয়েছে। নৌবাহিনীর এই যুদ্ধ জাহাজকে ২০১১ সালের ৫ মার্চ কমিশনিং করা হয়। ২০১৭ সালের ১ ডিসেম্বর শান্তিরক্ষা মিশনে যোগ দিতে জাহাজটি চট্টগ্রাম বন্দর ছেড়ে যায়।
গত মঙ্গলবার বৈরুতের সমুদ্র বন্দরে রাখা অ্যামোনিয়াম নাইট্রেটের বিস্ফোরণ হয়। এতে শতাধিক মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন চার হাজারের বেশি। ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য ঘরবাড়ি ও স্থাপনা। বাস্তুচ্যুত হয়ে গেছেন কমপক্ষে তিন লাখ মানুষ। বিস্ফোরণে ক্ষতির পরিমাণ বিশাল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।