ইউআইটিএস উপাচার্যকে প্রাণনাশের হুমকি, কারাগারে বঙ্গলীগ সভাপতি
রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) এর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মানকে প্রাণনাশের হুমকি দিয়ে ৬০ কোটি টাকা চাঁদা দাবির ঘটনায় বাংলাদেশ জাতীয় বঙ্গলীগের সভাপতি শওকত হাসান মিয়াকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ সোমবার দুপুর দুপুরে ঢাকা মহানগর হাকিম বাকী বিল্লাহর (১১ নম্বর কোর্ট) আদালতে আত্মসমর্পণ করেন শওকত। আসামি ও বাদি পক্ষের শুনানি শেষে শওকতের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
এর আগে শওকত হাসান মিয়া ও তার ক্যাডাররা ইউআইটিএস উপাচার্যকে প্রাণনাশের হুমকি দিয়ে ৬০ কোটি চাঁদা দাবি করে। চাঁদা দাবির এ ঘটনায় গত ২ জানুয়ারি মাসে রাজধানীর ভাটারা থানায় শওকতকে প্রধান আসামি করে একটি মামলা করেন উপাচার্যের ব্যক্তিগত সহকারী মো. মোস্তফা কামাল।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তারুজ্জামান বলেন, ইউআইটিএস উপাচার্যকে প্রাণনাশের হুমকি দিয়ে ৬০ কোটি টাকা চাঁদা দাবির ঘটনায় করা মামলার তদন্তে আসামিদের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।