২৬ জুলাই ২০২০, ১৬:৪৬

কোটি টাকা নিয়ে উধাও দানশীল পরিচিত মাদরাসা শিক্ষক

মো. আবু সাঈদ ভুইয়া  © সংগৃহীত

মাদারীপুরের রাজৈর উপজেলার আমগ্রাম ইউনিয়নে ব্যবসার পার্টনারের কথা বলে স্থানীয় মানুষদের কোটি টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়ে গেলেন এক মাদরাসা শিক্ষক। গরু-ছাগল, ঘর-বাড়ি, মসজিদ ও সরকারি চাকরি ও ব্যবসার পার্টনারের কথা বলে এলাকাবাসীর সাথে নতুন কৌশল অবলম্বন করে এসব টাকা হাতিয়ে নিয়েছেন তিনি।

তিনি উপজেলার আমগ্রাম ইউনিয়নের বাসাবড়ি মোহাম্মদীয়া ইসলামী মাদরাসা ও এতিমখানার শিক্ষক ও মসজিদের ইমাম মো. আবু সাঈদ ভুইয়া (৪৫)। সে আবু সাঈদ পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার খালেক ভুইয়ার ছেলে।

এলাকাবাসীরা জানান, আবু সাঈদ উপজেলার আমগ্রাম ইউনিয়নের বাসাবড়ি মোহাম্মদীয়া ইসলামী মাদরাসা ও এতিমখানায় শিক্ষক ও মসজিদের ইমাম পরিচয়ে আমাদের এলাকার মানুষের চোখে ধুলা দিয়ে কোটি টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়ে গেছে। তিনি আমাদের এখানে এসে মসজিদের ইমামতি করতেন এবং বিভিন্ন স্থানে মাদরাসার শিক্ষক পরিচয় দিয়ে চলতেন।

স্থানীয় ভুক্তভোগীরা জানান, এখানে থেকে তিনি অন্যের ফসলি জমি চাষ করতেন এবং মানুষের আস্থা অর্জনের জন্য করোনা মহামারিতে দরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ করতেন। এটা ছিল তার প্রতারণার একটা কৌশল। ঘর দেবেন, মসজিদ বানিয়ে দেবেন, জমি ও ব্যবসা করতে টাকা দেওয়ার কথা বলে তিনি গ্রামের সহজ-সরল মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিতেন।

বাসাবাড়ী মোহাম্মদীয়া ইসলামী মাদরাসার সুপার হাফেজ আবু হালিম জানান, আবু সাঈদ আমাদের মাদরাসার এমপিওভুক্ত কোনো শিক্ষক না। আমাদের এখানে সকালে বিকালে এসে বসত এবং কিছু ছাত্র পড়াত। প্রতারণার বিষয়ে তিনি জানান, আমাকে স্বাক্ষী রেখে কেউ কোনো টাকা পয়সা দেয়নি। ফলে বিষয়টি আমার জানা নেই। আমিও শুনেছি।

রাজৈর থানার ওসি শেখ সাদী জানান, এ ব্যাপারে সাবরিনা মাহমুদ নামে একজন বাদী হয়ে মামলা দায়ের করেছে। তদন্ত এগিয়ে চলছে। দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহানা নাসরিন জানান, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।