ফেসবুকে প্রতারণা: পল্লবীতে ১১ নাইজেরীয় আটক
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রতারণার মাধ্যমে কয়েক কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে ১১ জন বিদেশি নাগরিকসহ এক নারীকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এই বিদেশি ১১ জন নাগরিকই নাইজেরিয়ান।
গ্রেপ্তাররা হলেন - নানদিকা চিলেন্ট চাকেনগু (৩২), চিলিটাস আচুনা (৩১), ওনিকুলভি টিভিটি চিননজ (৩০), ইকিনি ওয়াইজডম (৩০), চিচোজি (৩০), ইভান্ডি গ্যাবরিল ওবিনা (৩০), চেলেসটাইন পেট্রিক ওবিয়াজুলু (৩০), মোরদি নামদি কলনিস (৩০), ওরডু চুকবুডর সামি (৩০), এনডুবুকন সোমাইনা (৩০), এনজিরিম প্র সিয়াস ইকমি (৩০), এনওকি ওয়াইজডম চিকবাডু (৩০) ও বাংলাদেশি রাহাত আরা খানম ওরফে ফারজানা মহিউদ্দিন।
সিআইডির অতিরিক্ত ডিআইজি শেখ রেজাউল হায়দার জানিয়েছেন, প্রায় দুই মাস ধরে এই প্রতারকরা ফেসবুকের মাধ্যমে প্রতারণা করে আসছে। এভাবে তারা পাঁচ থেকে ছয় কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি।
সিআইডি জানিয়েছে, প্রতারক এই দলটি অভিনব কায়দায় ‘বিপরীত লিঙ্গের’ ব্যক্তিদের সঙ্গে ফেইসবুকে বন্ধুত্ব তৈরি করতো।এভাবে বন্ধুত্বের এক পর্যায়ে একটি মেসেঞ্জার আইডি থেকে গুরুত্বপূর্ণ ডকুমেন্টসহ একটি পার্সেল উপহার দেওয়ার প্রস্তাব করা হয় ভুক্তভোগীকে। পরে ম্যাসেঞ্জারে ওইসব সামগ্রীর এয়ার লাইসেন্স বুকিং ডকুমেন্টও পাঠানো হয় তাকে।
প্রতারকরা ওই ফেসবুক বন্ধুকে জানায় যে, এসব গিফট বক্সে বহুমূল্য সামগ্রী রয়েছে এবং সংশ্লিষ্ট এয়ারপোর্টের কাস্টমস গুদাম থেকে সেটা গ্রহণ করতে হবে। সিআইডি জানাচ্ছে কোন কোন প্রতারণার ঘটনায় কয়েক মিলিয়ন ডলার মূল্যমানের সামগ্রী পাঠানোর কথা বলা হয়।
এরপরে এই বিদেশি প্রতারকদের বাংলাদেশি সহযোগী একজন নারী নিজেকে কাস্টমস কমিশনার পরিচয় দিয়ে ওই ব্যক্তিকে পার্সেলের শুল্ক বাবদ মোটা অঙ্কের অর্থ ব্যাংকে জমা দিতে বলে। গিফট গ্রহণ করা না হলে আইনি জটিলতারও ভয় দেখানো হয়।
সিআইডি জানাচ্ছে একটি ঘটনায় শুল্ক বাবদ ৪ লাখ ২৫ হাজার টাকা জমা দিতে বলা হয়। যে ব্যক্তির সূত্র ধরে এই প্রতারকদের ধরেছে, ওই ব্যক্তি মোট ৩ লাখ ৭৩ হাজার টাকা জমাও দিয়েছিলেন।
এভাবে এই প্রতারকরা গত দুই মাসের মধ্যে সারা দেশে প্রতারণা করে সব মিলিয়ে ৫-৬ কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে সিআইডি প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিশ্চিত হয়েছে।
বিদেশি ব্যক্তিরা সবাই নাইজেরিয়ার নাগরিক। তারা দীর্ঘদিন ধরে বাংলাদেশে অবস্থান করলেও তাদের এখানে থাকার কোন বৈধ কাগজপত্র নেই।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রতারণার মামলা ছাড়াও অবৈধভাবে বাংলাদেশে থাকার অভিযোগে মামলা হচ্ছে।
সিআইডি পরামর্শ দিয়ে বলেছে, সামাজিক মাধ্যমে অপরিচিত ব্যক্তির কাছ থেকে বন্ধুত্বের আহবান এলে সেটা গ্রহণ করা থেকে বিরত থাকা উচিত। এছাড়া টেলিফোনে বা সামাজিক মাধ্যম ব্যবহার করে কেউ যদি উপহার পাঠানোর প্রস্তাব দেয়, তাহলে পুলিশকে জানানোর পরামর্শ দেয়া হয়েছে।