২১ জুলাই ২০২০, ১৪:৩৩

ফায়ার সার্ভিসের ডিজির ছবি ফেসবুকে দিলে কঠোর ব্যবস্থা

  © সংগৃহীত

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইনের ছবি ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে দিলে পোস্টদাতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়া হয়েছে। ছবি পোস্ট না করতে ফায়ার সার্ভিস সদস্যদের প্রতি নির্দেশ দেয়া হয়েছে।

কারণে বা অকারণে পোস্ট করলে এ ধরনের ব্যবস্থা নেওয়া হবে। সোমবার (২০ জুলাই) এক অফিস আদেশে অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সবাইকে এমন নির্দেশনা পাঠানো হয়েছে। এ নির্দেশনা দেন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. হাবিবুর রহমান।

আজ মঙ্গলবার (২১ জুলাই) সাংবাদিকদেরকে আদেশটির সত্যতা নিশ্চিত করেছে অধিদপ্তর। তবে আদেশ জারির কারণ জানানো হয়নি। আদেশে বলা হয়, ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী বিশেষ করে ফায়ারম্যানগণ উপলক্ষে কিংবা উপলক্ষ ছাড়াই মহাপরিচালকের নাম বা ছবি ব্যবহার করে থাকেন।’

এখন থেকে কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত সামাজিক যোগাযোগমাধ্যমসহ কোনো প্রচার মাধ্যমে মহাপরিচালকের নাম কিংবা ছবি ব্যবহার না করার জন্য  সকলকে নির্দেশ প্রদান করা হলো। এই নির্দেশনা প্রতিপালনে ব্যত্যয় ঘটলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে এতে জানানো হয়।

সোমবার থেকেই আদেশটি ‘অতীব জরুরি’ হিসেবে কার্যকর হয়েছে। এছাড়াও উপ-পরিচালক (ডিডি) ও সহকারী পরিচালকদেরকে (এডি) তাদের অধিনস্তদের নির্দেশনাটি জানিয়ে দিতে বলা হয়েছে।