রিজেন্ট হাসপাতালের সাতজন ৫ দিনের রিমান্ডে

  © ফাইল ফটো

করোনা রিপোর্ট জালিয়াতিসহ নানা অনিয়মের অভিযোগে রিজেন্ট হাসপাতালের সাতজনকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (৮ জুলাই) ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী গ্রেপ্তারকৃতদের এ রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

রিমান্ড মঞ্জুর হওয়া আসামীরা হলেন- রিজেন্ট হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আহসান হাবীব (১), হেলথ টেকনিশিয়ান আহসান হাবীব (২), হেলথ টেকনোলজিস্ট হাতিম আলী, রিজেন্ট গ্রুপের প্রকল্প প্রশাসক মো. রাকিবুল ইসলাম, রিজেন্ট গ্রুপের মানবসম্পদ কর্মকর্তা অমিত বণিক, রিজেন্ট গ্রুপের গাড়িচালক আবদুস সালাম ও হাসপাতালের কর্মী আবদুর রশিদ খান জুয়েল।

অন্যদিকে রিজেন্ট হাসপাতালের অভ্যর্থনাকারী কামরুল ইসলাম নামে এক আসামি শিশু হওয়ায় তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী তাকে গাজীপুরের কিশোর সংশোধীতে পাঠানোর আদেশ দেন।


সর্বশেষ সংবাদ