১৭ জুন ২০২০, ১৭:৪৫

ইনু-নাসিমকে নিয়ে স্ট্যাটাস, ছাত্রলীগ নেতার মামলায় ইমাম গ্রেপ্তার

  © প্রতীকী ছবি

সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং প্রয়াত সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর মন্তব্য করায় এক ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই ইমামের নাম সিকান্দর হোসাইন আকবরী (২৬)। মঙ্গলবার (১৬ জুন) হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মুরাদপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ইউনিয়ন ছাত্রলীগ সভাপতির করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সিকান্দরকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলা সূত্রে জানা গেছে, সম্প্রতি ফেসবুকে সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিম, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও আওয়ামী লীগ নিয়ে আপত্তিকর স্ট্যাটাস দেন সিকান্দর হোসাইন আকবরী। এই ঘটনায় মুরাদপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শরীফ উদ্দিন তালুকদার বাদী হয়ে ইমাম সিকান্দরকে আসামি করে থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। এরপরই তাকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেন বলেন, ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করে দেখছে পুলিশ। এর পেছনে অন্য কোন বিষয় আছে কিনা, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।