সুশান্ত চলে যেতে পারলে আমি কেন পারব না!
বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে ভেঙে পড়েছেন ভক্তরা। তার মৃত্যু সইতে না পেরে এবার ভারতের বিহারে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে।
আজ মঙ্গলবার (১৬ জুন) ভারতীয় সংবাদমাধ্যম জানায়, সুশান্তের মৃত্যুর ঘটনা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে দশম শ্রেণির ওই ছাত্র। মৃত্যুর আগে চিরকুট লিখে রেখে গেছে। সেখানে লেখা, ‘সুশান্ত চলে যেতে পারলে আমি কেন পারব না!’ এর আগে সোমবার সুশান্তের শেষকৃত্যানুষ্ঠা চলার সময় খবর আসে, তার মৃত্যু সইতে না পেরে মারা গেছেন চাচাতো ভাইয়ের স্ত্রী! সুশান্তের ওই আত্মীয়ও থাকতেন বিহারে।
কাঠগড়ায় সালমান খান: এদিকে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে কয়েকদিন ধরেই নানা গল্প রটছে, উঠছে নানা অভিযোগও। এবার সেই তালিকায় যোগ হলেন দাবাং খ্যাত সালমান খান। বলা হচ্ছে, সুশান্তের আত্মহত্যার জন্য বলিউডের স্বজনপ্রীতি দায়ী। যেখানে বড় ভূমিকা রেখেছেন সালমান খান। ইতোমধ্যেই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক মন্তব্য করেছেন দাবাং পরিচালক অভিনব কাশ্যপ।
অভিনবের দাবি, সুশান্তকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে। কেন অভিনেতা আত্মহত্যা করলেন সেই ব্যাপারেও তিনি পূর্ণাঙ্গ তদন্ত করা হোক বলে সরকারের কাছে দাবি করেছেন। এমনকি বলিউড সুপারস্টার সলমন খান ও তাঁর পরিবারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন অভিনব কাশ্যপ। সলমন খান, সোহেল খান এবং আরবাজ খান তিনজনে মিলে তার কেরিয়ার নষ্ট করে দেওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে উঠেছেন বলেও দাবি করেছেন তিনি।
দাবাং ছবিটি সফল হওয়ার পর যখন দাবাং টু এর কাজ শুরু করেন তখন এই ঘটনার শুরু বলে জানিয়েছেন তিনি। এমনকি তাঁদের কথা মত না চললে খুন ও পরিবারের মহিলাদের ধর্ষণের হুমকিও দেয়া হয় অভিনবকে। অভিনব এই নিয়ে ফেসবুকে একটি লম্বা পোস্ট করেছেন।
তিনি লিখছেন, “সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার এই ঘটনা আরো অনেক বড় সমস্যাকে সামনে এনে দিয়েছে যে গুলির মধ্যে দিয়ে আমরা অনেকেই যাচ্ছি। এমন কি হতে পারে যেটা মানুষকে আত্মহত্যা করতে বাধ্য করে?” কশ্যপ লেখেন, সরকারের কাছে আমি আবেদন জানাতে চাই সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পূর্ণ তদন্ত হোক…কিন্তু ওঁর লড়াইটা জারি থাকবে,সুশান্তের এই আত্মহত্যা সামনে এনে দিল বলিউডের একটা অনেক বড় সমস্যাকে যার সঙ্গে আমরা অনেকেই লড়াই করে চলেছি। ঠিক কোন কারণ একটা মানুষকে আত্মহত্যা করতে বাধ্য করতে পারে? আমার মনে হয় সুশান্তের মৃত্যু একটা হিমশৈলের চূড়া মাত্র, ঠিক যেমনটা মিটু আন্দোলন-বলিউডের ভিতরে অনেক বড় অসুস্থতা লুকিয়ে রয়েছে’।