চাকরিতে পুনর্বহাল দাবিতে মেট্রোরেল শ্রমিকদের বিক্ষোভ
চাকরিতে পুনর্বহাল এবং তিন মাসের বকেয়া বেতনের দাবিতে মিরপুরে বিক্ষোভ করেছেন বাস্তবায়নাধীন মেট্রোরেল প্রকল্পের শ্রমিকরা। আজ রোববার (৭ জুন) সকাল ৭টা থেকে বেলা ১২টা পর্যন্ত রাজধানীর আগারগাঁও স্বাস্থ্য ভবনের সামনে এ বিক্ষোভ করেন তারা। পরে পুলিশ গিয়ে তাদেরকে সেখান থেকে সরিয়ে দেন।
শ্রমিকরা জানিয়েছেন, করোনার মধ্যে মেট্রোরেলের ইঞ্জিনিয়ার, সুপারভাইজারসহ দুই হাজার ৫৯৬ জন শ্রমিককে ছাঁটাই করে দেওয়া হয়েছে। এছাড়া মার্চ পর্যন্ত বেতন পেলেও সর্বশেষ তিন মাস তাদেরকে কোনো বেতন দেওয়া হয়নি।
আন্তোলনকালে অবিলম্বে চাকরিতে পুনর্বহাল এবং তিন মাসের বকেয়া বেতন দেওয়ার দাবি করেনবিক্ষুব্ধ শ্রমিকরা। তারা বলেন, ‘করোনার অন্যায়ভাবে ছাঁটাই করা হয়েছে, এটা আমরা মেনে নেব না। কাজ না করলেও সরকারের নিয়ম অনুযায়ী ৬৫ ভাগ বেতন দিতে হবে।’
এ ব্যাপারে মেট্রোরেলের ট্রান্সপোর্ট অপারেটর হামিদুর রহমান বলেন, সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত শান্তিপর্ণ উপায়ে বিক্ষোভ করেছি। পরে পুলিশ এসে সরিয়ে দিয়েছে।’ তবে দাবি আদায়ে আগামীকাল উত্তরায় মেট্রোরেলের হেড অফিসের সামনে বিক্ষোভ করবেন বলে তিনি জানান।