নারী চিকিৎসককে ফেক আইডি দিয়ে ব্ল্যাকমেইল, যুবক গ্রেফতার

  © সংগৃহীত

এক নারী চিকিৎসককে ফেসবুকের ফেক আইডি দিয়ে ব্ল্যাকমেইল করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার সিকিউরিটির সহায়তায় তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার (৫ জুন) ডিএমপির সাইবার সিকিউরিটি টিমের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে নিশ্চিত করা হয়।

জানা গেছে, একটি হাসপাতালে কর্মরত এক নারী চিকিৎসক করোনা পরিস্থিতিতে টেলিমেডিসিন সেবা দিচ্ছিলেন। এরমধ্যে গত ২৭ মে হাসপাতালে সেবা দেওয়ার পর তিনি ফেসবুক আইডিটি লগ আউট করতে ভুলে যান। তবে বাসায় গিয়ে তার আইডিটি রিমোট লগআউট করেন।

কিন্তু ততক্ষণে একজন তার মেসেঞ্জার থেকে কিছু ব্যক্তিগত ছবি নিয়ে তাকে ‘ইভা আহমেদ’ নামে ফেক আইডি থেকে ব্ল্যাকমেইল করা শুরু করে। পরে ৩০ মে ওই চিকিৎসক ডিএমপির সাইবার সিকিউরিটি বিভাগে যোগাযোগ করেন।

তার আলোকে অ্যাসিসটেন্ট কমিশনার ধ্রুব জ্যোতির্ময় গোপের নেতৃত্বে একটি দল রাজধানীর রামপুরা থেকে ওই প্রতিষ্ঠনের ডিজিটাল মার্কেটিং অফিসার রিয়াদের নিকট ফেক আইডিটি জব্দ করে্ এসময় তাকে গ্রেফতার করা হয়।

এই ঘটনায় গত ৩ জুন রামপুরা থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন এবং ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। করোনা পরিস্থিতিতে দেশের বিভিন্ন হাসপাতালের চিকিৎসকরা অনলাইনে টেলিমেডিসিন সেবা দিচ্ছেন।


সর্বশেষ সংবাদ