তিতুমীরে করোনা টেস্ট বুথ নিয়ে গভীর রাতে শিক্ষার্থী-কর্মচারী সংঘর্ষ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৩ জুন ২০২০, ০৭:৫২ AM , আপডেট: ০৩ জুন ২০২০, ০৭:৫২ AM
রাজধানীর সরকারি তিতুমীর কলেজে করোনা শনাক্তের বুথে স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্বপালনকারী শিক্ষার্থীদের সঙ্গে কলেজের কর্মচারীদের সংঘর্ষ হয়েছে। গতকাল রাত পৌনে একটার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকজন আহত হন। তাদের নিকটস্থ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
স্বেচ্ছাসেবীদের অভিযোগ, কলেজের কর্মচারীরা তাদের সঙ্গে অসহযোগীতামূলক আচরণ করে আসছিল। কলেজ প্রাঙ্গণ থেকে করোনা পরীক্ষার জন্য স্থাপিত বুথগুলো উঠিয়ে নিতে স্বেচ্ছাসেবীদের ওপর নানাভাবে চাপ দিতে থাকে কর্মচারীরা। সেই তিক্ততা থেকেই এই সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা যায়।
কর্মচারীদের হামলার প্রতিবাদে স্বেচ্ছাসেবীরা রাতে কিছুক্ষণ তিতুমীর কলেজের সামনের রাস্তা অবরোধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অনুরোধ করলে তারা রাস্তাটি ছেড়ে দেয়।