শেখ রাসেল ল্যাবের দরজার কেটে ৯টি মূল্যবান ল্যাপটপ চুরি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৮ মে ২০২০, ১০:২৪ PM , আপডেট: ১৮ মে ২০২০, ১০:২৪ PM
গভীর রাতে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার বারাজান এসসি উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাবের দরজার রড কেটে ৯টি মূল্যবান ল্যাপটপ চুরির ঘটনা ঘটেছে। রবিবার দিবাগত গভীর রাতে চুরির এ ঘটনা ঘটে।
জানা গেছে, গভীর রাতে উপজেলার চলবলা ইউনিয়নের বারাজান এসসি উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাব কক্ষের দরজার রড কেটে ১৭টি ল্যাপটপের মধ্যে ৯টি ল্যাপটপ চুরি হয়েছে। বিদ্যালয়ের নাইট গার্ড নুরুজ্জামান আহমেদ রাত ৩টার দিকে সেহরি খাওয়ার জন্য বাড়িতে চলে যান। বাড়ি থেকে এসে স্কুল কক্ষে ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠে চুরির ঘটনাটি দেখে প্রধান শিক্ষকে অবহিত করেন।
বারাজান এসসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার সরকার বলেন, সকালে নাইট গার্ডের ফোন পেয়ে স্কুলে এসে ঘটনাটি দেখে পরিচালনা কমিটির সভাপতি, মাধ্যমিক শিক্ষা অফিসার ও উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করেছি। এঘটনায় একটি মামলা দায়ের প্রস্তুতি নেয়া হচ্ছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন বলেন, বিষয়টি জানার পর পরিদর্শন করা হয়েছে। অভিযোগ পেলে তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের ধরিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।