১০ টাকা কেজি চালের কার্ড নিয়ে তর্ক, কৃষককে হাতুড়িপেটা করে হত্যা
শরীয়তপুরের গোসাইরহাটে ১০ টাকা কেজি সরকারি চালের কার্ড নিয়ে তর্কে বিল্লাল হোসেন বেপারি (৪২) নামে এক কৃষককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৭ মে) রাতে উপজেলার বিনোটিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
কথা কাটাকাটির একপর্যায়ে তাকে হত্যা করা হয় বলে জানা গেছে। এ নিয়ে ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় বিল্লাল হোসেনের ছেলে হাসান বেপারি বাদী হয়ে আটজনকে আসামি করে গোসাইরহাট থানায় একটি মামলা দায়ের করেছেন।
বিল্লাল বেপারির চাচা রকমান বেপারী ও থানাসূত্রে জানা গেছে, উপজেলার পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হুমায়ুন কবীর সিকদারের সমর্থক বিল্লাল বেপারির সঙ্গে ওই চালের কার্ডের তালিকা নিয়ে সকালে কাদের বেপারির কথা কাটাকাটি হয়।
ওই দিন রাত ৮টার দিকে কাদের বেপারির ছেলে ফেরদৌস তার সমর্থকদের নিয়ে বিল্লাল বেপারিকে ফোন করে বিনোটিয়া দীঘিরপাড়ে ব্রিজে ডেকে নেয়। একপর্যায়ে সেখানে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে তাকে।
এসময় তার ছোট ভাই হোসেন বেপারি তাকে রক্ষায় এগিয়ে গেলে তাকেও পিটিয়ে আহত করা হয়।পরে স্থানীয়রা খবর পেয়ে বিল্লালকে উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসান বেপারি অভিযোগ করেন, তার বাবাকে আনিস বেপারি, কাদের বেপারি ও তাদের লোকজন হাতুড়ি দিয়ে পিটিয়ে খুন করেছে।
৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হুমায়ুন কবীর সিকদার বলেন, ‘বিল্লালের কাছে কাদের বেপারি ত্রাণ চাইলে তিনি বলেন, আপনাকে ১০ টাকা কেজি চালের কার্ড দেয়া হয়েছে। এখন ত্রাণ দিলে অন্যদের কি দেব! এ নিয়ে কথা কাটাকাটি হলে তারা বিল্লালকে হাতুড়ি দিয়ে পিটিয়ে খুন করেছে তারা। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোহেব আলী গণমাধ্যমকে বলেন, ‘রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।’