বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভাইকে কুপিয়ে হত্যা

  © সংগৃহীত

বড় বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ঠাকুরগাঁওয়ে রাসেল (১৪) নামে এক স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। ঘটনার পর পুলিশ সাতজনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলেন সদর উপজেলার ভোপলা গ্রামের হেলাল ইসলাম ওরফে নাপিত (২২), পশ্চিম ভোপলা গ্রামের নাঈম ইসলাম নাসির (১৯), কুদ্দুস আলী ওরফে সুন্দর (১৭), বোচাপুকুর গ্রামের রতন ইসলাম (১৭), সোহেল ইসলাম (২২), উত্তর বোচাপুকুর গ্রামের আল আমিন ইসলাম শাহিন (২০) এবং বোচাপুকুর বিশুরদিঘী গ্রামের সামিউল ইসলাম (২৬)।

গ্রেফতারকৃত সাত জনের মধ্যে তিন জন ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই চন্দন কুমার এ তথ্য জানিয়েছেন।

তাদের স্বীকারোক্তি অনুযায়ী ঘটনাস্থলের পাশ থেকেই হত্যায় ব্যবহৃত চাপাতি ও ক্ষুর উদ্ধার করা হয়েছে। নিহত রাসেল সদর উপজেলার পশ্চিম ভোপলা গ্রামের সাদেকুল ইসলামে ছেলে।

বিষয়টি নিয়ে আজ সোমবার (৩ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মনিরুজ্জামান জানান, গ্রেফতারকৃতরা পশ্চিম ভোপলা গ্রামের কলেজ পড়ুয়া এক ছাত্রীকে প্রায়ই উত্ত্যক্ত করত। এর প্রতিবাদ করে ভুক্তভোগী ছাত্রীর ৮ম শ্রেণিতে পড়ুয়া ছোট ভাই রাসেল।

এতে ক্ষিপ্ত হয়ে তারা রাসেলকে দেখে নেওয়ার হুমকি দেয়। ২৪ এপ্রিল সন্ধ্যায় তারা কৌশলে তাকে বাড়ির পাশে ঈদগাহ মাঠে নিয়ে যায়। সেখানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে রাসেলকে হত্যা করে। পরে লাশ পাশের ধান ক্ষেতে ফেলে রেখে চলে যায়।

খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। ওই দিনই নিহতের বড় ভাই রাজু আহমেদ ঠাকুরগাঁও সদর থানায় অজ্ঞাতনামাদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন।


সর্বশেষ সংবাদ