অসহায় নারীদের চাল চুরি, আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
নড়াইলের কালিয়া উপজেলায় অসহায় নারীদের ভিজিডির ৪০ টন ৮০০ কেজি চাল চুরির মামলায় এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া নেতা উপজেলার পেড়লী ইউনিয়নের চেয়ারম্যান জারজিদ মোল্যা (৫২)।
আজ শুক্রবার দুপুরে তাকে উপজেলার খড়রিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় অসহায় নারীদের দুই বছরব্যাপী বিনামূল্যে মাসে ৩০ কেজি করে ভিজিডি চাল প্রদান করা হয়।
এর ধারাবাহিকতায় চলতি অর্থবছরে পেড়লী ইউনিয়নে চেয়ারম্যান মো. জারজিদ মোল্যার অনুকূলে ৬ এপ্রিল ১৯০ কার্ডের বিপরীতে পাঁচ হাজার সাতশ’ কেজি চালের ডিও প্রদান করা হয়। তারমধ্যে অবিতরণকৃত দুই হাজার ৫৫০ কেজি বা ৮৫ বস্তা চাল আত্মসাৎ করেন চেয়ারম্যান জারজিদ মোল্যা।
তিনি ২০১৯ সালের জানুয়ারি থেকে চলতি এপ্রিল পর্যন্ত ১৬ মাসে চাল দুর্নীতি বা বেআইনীপন্থায় আত্মসাৎ করে আর্থিকভাবে লাভবান হন। এ ঘটনায় গত ১৮ এপ্রিল জারজিদ তার বিরুদ্ধে উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সুপারভাইজার মতিয়ার রহমান কালিয়া থানায় মামলা দায়ের করেন।
মামলাটি পরবর্তী কার্যক্রমের জন্য যশোর দুদক কার্যালয়ে পাঠায় কালিয়া থানা। দুদক সমন্বিত কার্যালয় যশোরের সহকারী পরিচালক মো. মাহফুজ ইকবাল বাদী হয়ে গত বৃহস্পতিবার মামলা দায়ের করেন। এর আলো গত শনিবার স্থানীয় সরকার বিভাগ থেকে বরখাস্তের আদেশ জারি করা হয় তার বিরুদ্ধে।
নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন জারজিদ মোল্যার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দুদকের রিকুইজিশনের আলোকে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে ডিবি পুলিশ সদস্যরা তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।’