এক মাসের ভাড়া বকেয়া, বের করে দিলেন বাড়িওয়ালা
দেশজুড়ে চলছে করোনা-সঙ্কট। এ সময়ে যেমন কাজ নেই, তেমনি আয় আয়-রুজিও। হয়তো এ কারণেই সঠিক সময়ে ভাড়া দেওয়া হয়নি। ফলে ৩ সন্তানসহ বাসা থেকে বের থেকে বের হয়ে যেতে হয়েছে রাজধানী ঢাকার কলাবাগানের এক পরিবারকে। বাড়িওয়ালা তাদেরকে বের করে দিয়েছে। পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে যে, পুলিশের রাতভর হস্তক্ষেপেও পরিবারটির স্থান ওই বাসায় হয়। সর্বশেষ তাদের বাড্ডায় থাকা মায়ের বাসায় উঠতে হয়েছে।
জানা যায়, মাত্র এক মাসের ভাড়া বকেয়া থাকায় দুই মাসের শিশু তাউসিফসহ তিন সন্তানকে নিয়ে রাস্তায় নামতে হয়েছে ওই পরিবারকে। পুলিশ গণমাধ্যমের বহু চেষ্টার পরও বাসায় প্রবেশ করতে না পেরে কলাবাগান থানায় পরিবারটি। বাবা সচিবালয়ের কর্মকর্তা পরিচয় দেয়া বাসার মালিক সম্পা আক্তার ফোনের ওপাশ থেকে পরিবারটির বিরুদ্ধে নানা অভিযোগ করলেও পুলিশ বলছে সবই মিথ্যা।
সম্পা আক্তার বলেন, আমরা আব্বা সচিবালয়ে চাকরি করে। আমার ভাই র্যাবে চাকরি করে। ওদেরকেই জিজ্ঞাসা করেন কেন বের করে দেয়া হয়েছে। ওরা ভাঙচুর করেছে। মারপিট করেছে।
পুলিশের কর্মকর্তা বলেন, আমরা বলেছি অন্তত একটা রাত তাদের থাকতে দেন। কিন্তু তারা শোনেনি। পরে উপায় না পেয়ে বাড্ডায় কুলসুমের মায়ের বাসায় আশ্রয় নেয় পরিবারটি। তারা বলেন, টাকা দাও না হলে বের হয়ে যাও। আমরা এই অবস্থায় উনাদের টাকা কীভাবে দিব?
এদিকে এ ঘটনার মাঝেই মিরপুরে করোনা রোগী সন্দেহে এক পরিরবারকে বাসায় প্রবেশ করতে দেয়নি বাড়িওয়ালা। পরিবারের সদস্যরা বলেন, হার্টের সমস্যা এবং কিডনির সমস্যার জন্যে ভর্তি ছিল। এখন বাড়িওয়ালা ঢুকতে দিচ্ছে না।