গুলি করে হত্যা, মন্ত্রীর সেই গানম্যান অস্ত্রসহ গ্রেপ্তার

  © সংগৃহীত

গাজীপুরে একজনকে গুলি করে হত্যার ঘটনায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর গানম্যান কিশোর সরকারকে গ্রেপ্তার করেন পুলিশ। আজ শুক্রবার দুপুরে (১৭ এপ্রিল) আশুলিয়ার শিমুলিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে। এসময় তার নিকট পিস্তল ও ছয় রাউন্ড গুলি পাওয়া যায়।

গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গাজীপুরের কালিয়াকৈরে মাদকব্যবসা নিয়ে দ্বন্দ্বে ওই গানম্যানের গুলিতে শহিদুল ইসলাম নামে এক ব্যক্তির নিহত হওয়ার অভিযোগ পাওয়া যায়। আহত আরেকজন চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে,  বৃহস্পতিবার রাতে উপজেলার কুতুবদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে মন্ত্রী জানিয়েছেন, ঘটনার দিন তার ডিউটি ছিলনা ওই গানম্যানের। দোষীর শাস্তির ব্যবস্থা নিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

নিহত শহিদুল ইসলাম শহিদ (৩৫) টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আজগানার সফুর উদ্দিনের ছেলে। আর আহত যুবক মঈন (৩২) ওই এলাকার মাজেদ মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মাদক ব্যবসা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে অস্ত্র বের করে গুলি করেন কিশোর। এসময়বুকের ডান পাশে গুলিবিদ্ধ হয়ে সেখানেই মারা যান শহিদ। এসময় গুলির শব্দ পেয়ে এলাকাবাসী গেলে কিশোর দৌঁড়ে পালিয়ে যায়। পুলিশ মঈনকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

গাজীপুর পুলিশ সুপার শামসুন্নাহার গণমাধ্যমকে বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নেশাগ্রস্ত হয়ে বা পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে তাকে। তদন্তের পর সঠিক কারণ জানা যাবে।’

আর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক গণমাধ্যমকে বলেন, ‘খুনের দিন কিশোর ডিউটি করেনি। খুনি হিসেবে যে শাস্তি পাওয়ার কথা, সেই সব ব্যবস্থাই নিচ্ছে আইন প্রয়োগকারী সংস্থা।’


সর্বশেষ সংবাদ