ভারতে লকডাউন ভাঙ্গায় বাধা, পুলিশের হাতে ছুরিকাঘাত

  © প্রতীকী ছবি

মহামারি করোনা আতঙ্কে এতমধ্যে লকডাউন করা হয়েছে একাধিক দেশে। এদিকে ভারতের লকডাউন চলকালীন ঘটেছে এক অপ্রীতিকর ঘটনা। নিয়ম ভঙ্গের কারণে চড়াও হওয়ায় পুলিশের হাতে ছুরিকাঘাত করেছে এক ব্যক্তি। ভারতের উত্তরাঞ্চলের পাঞ্জাবের পাটিয়ালা শহরে এ ঘটনা ঘটে।

লকডাউনের সময় কয়েকজনের একটি গ্রুপ নিয়ম মেনে না চলায় তাদের উপর চড়া হয়েছিলো পুলিশ। এই ঘটনায় পুলিশকে ছুরি দিয়ে জখম করে দলের একজন ব্যক্তি।

পাঞ্চাবের পাটিয়ালা রাজ্যের একটি সবজি বাজারে দায়িত্বরত অবস্থায় ছিলেন অ্যাসিসটেন্ট সাব ইন্সপেক্টর হারজিত সিং। এরই মধ্যে শিখ সম্প্রদায়ের একটি গোষ্ঠীকে সড়কে দেখে তাদের কারফিউ পাস দেখাতে বলা হয় সেই সাথে তাদের পিকআপটি ব্যারিকেড দেওয়া হয়।

এ ঘটনায় পুলিশকে পাল্টা ধমক দেয় ওই গ্রুপ। বাকবিতন্ডার এক পর্যায়ে এএসআইকে হাতে ছুরি দিয়ে আঘাত করা হয়। এ ঘটনার পর স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যায়। পরে এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ।

এ বিষয়ে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী জানান এরই মধ্যে ওই এএসআই এর অপারেশন সম্পন্ন হয়েছে। সেই সাথে টুইটারে তার দ্রুত সুস্থতার কামনা করেছেন মন্ত্রী। গেল ৩ সপ্তাহ ধরে লকডাউন চলছে গোটা ভারত জুড়ে। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই লকডাউন সময়সীমা বাড়িয়ে ৩ মে পর্যন্ত করেছেন।


সর্বশেষ সংবাদ