০৬ এপ্রিল ২০২০, ১৩:১০

করোনার ত্রাণ নিতে গিয়ে ধর্ষণের শিকার শিশু

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সামাজিক দূরত্ব বজায় রাখতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। আর খেটে খাওয়া মানুষেরা পড়ছেন বিপাকে। তাদের বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করতে এগিয়ে আসছেন বিত্তবানরা। এদিকে ঢাকার কেরানীগঞ্জ থানার খেজুরবাগ এলাকায় ত্রাণ নিতে গিয়ে ১০ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে।

রোববার বিকেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ধর্ষক মীর খলিলকে (৪৫) আটক করেছে পুলিশ। এলাকাবাসী ও পরিবারের অভিযোগ, ত্রাণ দেয়ার নাম করে ওই শিশুকে বাড়িতে নিয়ে প্রায় চার ঘণ্টা আটকে রেখে ধর্ষণ করা হয়।

এ ব্যাপারে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মো. শাহ জামান বলেন, রোববার বিকেল ৩টায় শিশুটি নিখোঁজ হলে পরিবারের সদস্যরা এলাকায় মাইকিং করে। পরে রাত ৮টায় শিশুটিকে তার বাড়ি সামনে রেখে ধর্ষক পালিয়ে যায়।

তিনি বলেন, পরিবারের পক্ষ থেকে অভিযোগ করলে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা গ্রহণ করা হয়। এরপর ওই শিশুসহ ধর্ষণের অভিযোগে আটক খলিলকে আদালতে সোপর্দ করা হয়। আদালতে ওই শিশুর জবানবন্দি গ্রহণ করেন এবং খলিলকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।