১৯ মার্চ ২০২০, ২১:২২

করোনার ছুটিতে স্কুলে পিকনিক, প্রধান শিক্ষক আটক

  © সংগৃহীত

করোনাভাইরাস প্রতিরোধে গত ১৬ মার্চ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে সরকারি নির্দেশ অমান্য করে বিদ্যালয়ে পিকনিকের আয়োজন করায় প্রধান শিক্ষককে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর ১টায় রাজশাহী নগরীর শিরোইল কলোনী উচ্চ বিদ্যালয়ে অভিযান চালিয়ে শিক্ষক নিরাঞ্জন প্রামাণিককে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ট্রেজারি শাখা) মো. আব্দুল মালেক। এসময় বার্ষিক ভোজন বন্ধ করে স্কুলে তালা ঝুলিয়ে দেয়া হয়।

পিকনিকে আসা শিক্ষার্থীরা জানান, ভর্তির সময় বার্ষিক ভোজনের জন্য তাদের থেকে সাড়ে ৩০০ টাকা করে চাঁদা নেয়া হয়েছে। তার অংশ হিসেবে এই আয়োজন। ক্লাসে স্যাররা (শিক্ষক) বলেছে পিকনিকে (বার্ষিক ভোজন) আসতে। তাই আমরা এসেছি।

সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ট্রেজারী শাখা) মো. আব্দুল মালেক দৈনিক বলেন, ‘প্রধান শিক্ষক নিরাঞ্জন প্রামাণিককে ডিসি অফিসে আনা হয়েছে। বিষয়টি দেখা হচ্ছে।’