যশোরে ছুরিকাঘাতে গুরুতর আহত কলেজছাত্র
পূর্ব শত্রুতার জের ধরে যশোর সরকারি এম এম কলেজের দর্শন বিভাগের ছাত্র রনিকে বেধড়ক মারপিট ও ছুরিকাঘাত করা হয়েছে। অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বহিরাগত কলেজের এক ছাত্র এ মারপিট করায় তাকে পুলিশে দেয়া হয়েছে। আহত রনি মাগুরা জেলার শালিখা উপজেলার কাতলী গ্রামের সিদ্দিক বিশ্বাসের ছেলে। আর আটক যশোর কলেজের ইতিহাস বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র ঝিনাইদহের মহেশপুরের বাসিন্দা বলে জানা গেছে।
শিক্ষার্থীরা জানান, সোমবার সকালে আহত রনি ও রসায়ন বিভাগের ছাত্র আসলাম বসেছিলেন। এসময় আসলামের সহপাঠী একই বর্ষের তানজিন হোসেন আসলামকে ডাক দেয়। আসলাম ও রনি এগিয়ে আসলে তানজিন পূর্ব শত্রুতার জের ধরে তর্কাতকি করে।
তানজিনের সহযোগি সাইদ আনোয়ার এসময় ধারালো অস্ত্র দিয়ে আসলামকে মারতে গেলে রনি ঠেকাতে যায়। এসময় ধারালো অস্ত্রের আঘাত রনির মাথায় ও হাতে লাগে।
সংবাদ পেয়ে কলেজের এমএম কলেজের অধ্যক্ষ শেখ আবু কওসার ঘটনাস্থলে যান এবং আহতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করেন। এসময় সাইদ আনোয়ারকে পুলিশের হাতে তুলে দেয়া হয়।
শিক্ষার্থীরা জানান, প্রেমের কারণে আসলাম ও তানজিনের সাথে মধ্যে দুরত্ব সৃষ্টি হয়েছে। যার কারণে হামলার ঘটনা ঘটেছে।
যশোর কোতায়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, কলেজের অধ্যক্ষ একটি ছেলেকে পুলিশে সোপার্দ করেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে।