০৭ মার্চ ২০২০, ১৫:০৬

অপহরণের দুইদিন পর মাদ্রাসাছাত্রের লাশ মিলল রেললাইনের পাশে

  © সংগৃহীত

রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে অপহরণের দুইদিন পর মাদ্রাসা ছাত্র ইব্রাহিমের লাশ গাজীপুরের মিরেরগাঁও এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত ইব্রাহিম হাজারীবাগ এলাকার মনির হোসেনের ছেলে। সে স্থানীয় দারুল উলুম মাদ্রাসার ছাত্র ছিল।

সদর থানার ওসি আলমগীর হোসেন ভূইয়া জানান, শনিবার সকালে সিটি করপোরেশনের মিরেরগাঁও এলাকায় রেললাইনের পাশে মাদ্রাসা ছাত্র ইব্রাহিমের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়। নিহত ওই মাদ্রাসা ছাত্রকে অপহরণের পর অপহরণকারীরা শ্বাসরোধ করে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে গত ৫ মার্চ হাজারীবাগ এলাকা থেকে নিখোঁজ হন ইব্রাহিম। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে নিহত ইব্রাহিমের বাবা মনির হোসেন হাজারীবাগ থানায় একটি সাধারণ ডােয়েরি করেন। পরে অপহরণকারীরা মোবাইল ফোনের মাধ্যমে মনির হোসেনের কাছে মুক্তিপণের টাকা দাবি করে। উপায়ান্তর না দেখে মনির হোসেন বিকাশের মাধ্যমে ১০ হাজার টাকা দেয়। কিন্তু তারপরও ছেলের সন্ধান পাননি মনির হোসেন। শনিবার সকালে অপহৃত ইব্রাহিমের মরদেহ গাজীপুরের মিরেরগাঁও এলাকায় রেললাইনের পাশে পাওয়া যায়।