স্ত্রী-ছেলের পর না ফেরার দেশে শহীদুলও

রাজধানীতে একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ছেলে কেএম রুশদি ও স্ত্রী জান্নাতুল ফেরদৌসের পর এবার না ফেরার দেশে শহীদুল কিরমানী রনিও। আজ সোমবার ভোররাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় তার। 

ঢাকার ইস্কাটনে দিলু রোডের ওই ভবনে আগুন লাগার পর দগ্ধ হয়েছিলেন তারা। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া। এ নিয়ে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচজনে।

এর আগে রোববার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শহীদুলের স্ত্রী জান্নাতুল ফেরদৌসের। শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন তিনি। এছাড়া অগ্নিকাণ্ডের দিন ঘটনাস্থলেই মারা যায় একমাত্র সন্তান একেএম রুশদি। 

জানা গেছে, জান্নাতুলের শরীরের প্রায় ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল। শহীদুলেরও শরীরের অনেক অংশ পুড়ে যায়। শহীদুল পুলিশ প্লাজায় ‘ভিআইভিপি এস্টেট ম্যানেজমেন্ট’ নামে একটি কোম্পানির ফাইন্যান্স ম্যানেজার ছিলেন। তার স্ত্রী জান্নাত বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের অর্থ বিভাগে চাকরি করতেন। তাদের বাড়ি নরসিংদীর শিবপুরের ইটনায়।

গত বৃহস্পতিবার ভোরেওই ভবনের গ্যারেজে আগুন লাগে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনার পর শিশু রুশদিসহ তিনজনের লাশ উদ্ধার করে।


সর্বশেষ সংবাদ