২৮ ফেব্রুয়ারি ২০২০, ১২:২৮

ঢাকা কলেজের ৫ শিক্ষার্থীকে ছুরিকাঘাত, সিটি কলেজের তিন ছাত্র গ্রেফতার

ঢাকা কলেজের ৫ শিক্ষার্থীকে ছুরিকাঘাত, সিটি কলেজের তিন ছাত্র গ্রেফতার
  © ফাইল ফটো

ঢাকা কলেজ এবং সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় ঢাকা কলেজের পাঁচ শিক্ষার্থীকে ছুরিকাঘাত করা হয়। এ ঘটনায় আহত এক শিক্ষার্থীর বাবার করা মামলায় সিটি কলেজের ৩ ছাত্রকে আটক করেছে ধানমন্ডি থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন- আশিকুর রহমান (১৭) পিতা খলিলুর রহমান, সাব্বির আহমেদ (১৭) পিতা ওমর খইয়াম, ইয়াসিন সরকার (১৭) পিতা আলমগীর সরকার। তাদেরকে তিন দিনের রিমান্ডে পেতে শুক্রবার আদালতে তুলে আবেদন করেছে ধানমন্ডি থানা পুলিশ।

গুরুতর আহত ঢাকা কলেজের শিক্ষার্থী রাগিব নেহাল সিয়ামের বাবা বাবুল সরদার চাখারী ধানমন্ডি থানায় সিটি কলেজের ৪ শিক্ষার্থীর নামে মামলা দায়ের করেছেন।

ধানমন্ডি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হুমায়ুন কবির বলেন, কালকের ঘটনায় আহতের এক শিক্ষার্থীর বাবা মামলা করেছে, আমরা তিনজনকে গ্রেফতার করেছি। গ্রেফতার ছাত্রদের রিমান্ড চেয়ে আদালতে হাজির করা হয়েছে।