ক্রিকেটার মিরাজের বাসায় দুঃসাহসিক চুরি
রাজধানী ঢাকায় বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মেহেদী হাসান মিরাজের ফ্ল্যাটে বড় চুরির ঘটনা ঘটেছে। তার মিরপুরের ওই ফ্ল্যাট থেকে সোনার অলংকার ও ডলার চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় কাফরুল থানায় মামলা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গত ২০ ফেব্রুয়ারি বাসা থেকে হোটেলে যান মিরাজ। বুধবার বাসায় ফিরে দেখেন ঘরের তালা ভাঙা। ভেতরে সব তছনছ করে ২৫ ভরি অলংকার চুরি হয়েছে। বাসা থেকে ৬০০ ডলার খোয়া গেছে। ভনের ১০ তলায় পরিবার নিয়ে বসবাস করেন মিরাজ।
জানা গেছে, ওই ফ্ল্যাট থেকে তার মায়ের সাত ভরি আর স্ত্রীর ২০ ভরি স্বর্ণালংকার চুরি হয়েছে, যার বর্তমান বাজারমূল্য প্রায় সাড়ে ১৬ লাখ টাকা। এছাড়া সোনার সঙ্গে ছয় হাজার মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় পাঁচ লাখ ১০ হাজার টাকা চুরি হয়েছে।
মিরপুরে বিজয় রাকিন সিটির একটি ফ্ল্যাটে থাকেন মিরাজ। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট চলায় দলের সঙ্গে টিম হোটেলে ছিলেম মিরাজ। হোটেলে তার সঙ্গে ছিলেন স্ত্রী রাবেয়া আখতারও। পাঁচ দিন ফ্ল্যাট ফাঁকা থাকার পর তারা ফিরে দেখেন চুরি হয়েছে বাসায়।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামান বলেন, ‘ঘটনাটি কীভাবে এবং কারা ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।’
মিরাজ সাংবাদিকদের জানান, ‘কীভাবে ঘটনাটা ঘটল বুঝতে পারছি না। টিম হোটেল থেকে বাসায় ঢুকে দেখি সবকিছু তছনছ করা।’