১১ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৪৮

চট্টগ্রামে কীটনাশক পানে মাদরাসা ছাত্রীর মৃত্যু

  © প্রতীকী ছবি

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় কীটনাশক পানে এক ছাত্রী আত্মহত্যা করেছে বলে জানা গেছে। সোমবার (১০ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার গৌড়স্থান ছিড়ামুড়া এলাকায় এই ঘটনা ঘটে।

মৃত শিক্ষার্থীর নাম ইয়াছমিন আকতার (১৪)। সে কলাউজান ইউনিয়নের  হরিণাবিল এলাকার  রিকশাচালক শাহ আলমের কন্যা। সে গৌড়স্তান এলাকার একটি মাদ্রাসার ৮ম শ্রেণীর শিক্ষার্থী। তবে তার আত্মহত্যার কারণ জানা যায়নি।

পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকেলে সবার অজান্তে বিষ পান করে অসুস্থ্ হয়ে পড়ে ইয়াছমিন।

এ সময় তার ভাই আরিফুল ইসলাম বিষয়টি আঁচ করেন। পরে দ্রুত তাকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। 

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. রাজিব রহমান চৌধুরী বলেন, হাসপাতালে আনার আগেই মারা যান ওই ছাত্রী। যখন তাকে হাসপাতালে আনা হয়েছিল তার হাত পা ঠাণ্ডা ছিল। ধারণা করা হচ্ছে বিষপানের আনুমানিক ২ ঘন্টা পর তাকে হাসপাতালে আনা হয়।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা হবে।