০৮ ফেব্রুয়ারি ২০২০, ১৩:১২

সন্ত্রাসীর বিরুদ্ধে নিউজ করায় সাংবাদিককে কুপিয়ে জখম

  © সংগৃহীত

হবিগঞ্জের নবীগঞ্জে দুই সন্ত্রাসীর বিরুদ্ধে নিউজ করায় এক সাংবাদিককে কুপিয়ে জখম করা হয়েছে। শুক্রবার রাতে নবীগঞ্জ শহরের হাসপাতাল সড়কে কিবরিয়া চৌধুরী নামে ওই সাংবাদিক  হামলার শিকার হন।

নবীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক কিবরিয়া চৌধুরী নয়া দিগন্তের নবীগঞ্জ প্রতিনিধি। তাকে আশংকাজনক অবস্থায় সিলেটে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জাফর ইকবাল নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গেছে, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে নবীগঞ্জে পুলিশ কোপানোর ঘটনার সাড়ে চার মাসেও অধরা সন্ত্রাসী মুছা ও পারভেজ- এ ধরণের খবর প্রকাশিত হয়। এর জের ধরে সন্ত্রাসী পারভেজ ও তার সহযোগীরা সাংবাদিক কিবরিয়া চৌধুরীকে হুমকি দিয়ে আসছিল।

শুক্রবার রাতে শহরের হবিগঞ্জ রোডস্থ পুরাতন পশু হাসপাতালের সামনে ফখরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ফয়েজ আহমেদ চৌধুরী পারভেজসহ কয়েকজন সাংবাদিক কিবরিয়ার ওপর অতর্কিত হামলা চালায়। রামদাসহ দেশীয় অস্ত্র দিয়ে তাকে রক্তাক্ত জখম করা হয়।

এসময় কিবরিয়ার চিৎকারে লোকজন এগিয়ে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নবীগঞ্জ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে সিলেটে স্থানাস্তর করেন।

এ ঘটনায় দ্রুত হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নবীগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ। এ ঘটনায় কিবরিয়া চৌধুরী বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪/৫ জনকে আসামি করে নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, ‘হামলাকারীদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে।’ রাতেই এ ঘটনায় জড়িত জাফর ইকবাল নামে একজনকে গ্রেফতার করে পুলিশ।