প্রবেশপত্র ছিঁড়ল বখাটে, পরীক্ষা দেয়া হলো না তানজিনার

প্রতীকী
প্রতীকী

লক্ষ্মীপুরের কমলনগরে প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক এসএসসি পরীক্ষার্থীর প্রবেশপত্র ছিনিয়ে নিয়ে ছিড়ে ফেলে দিয়েছে এক বখাটে। ঘটনাটি প্রকাশ করলে এসিড দিয়ে ঝলসে দেওয়ার হুমকি দেওয়ায় ওই পরীক্ষার্থী অজ্ঞান হয়ে যায়। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার আইয়ুবনগর এলাকায় এ ঘটনা ঘটে।

এসএসসি পরীক্ষার্থী ওই ছাত্রীর নাম তানজিনা অক্তার। সে উপজেলার চরফলকন ইউনিয়নের আইয়ুবনগর এলাকার সেকান্তর মিয়ার মেয়ে ও হাজিরহাট মিল্লাত একাডেমির ছাত্রী। আর এ ঘটনায় অভিযুক্ত একই ইউনিয়নের হাজিরহাট এলাকার কামালের ছেলে নাইমুল ইসলাম।

সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযুক্ত নাইমুল একই প্রতিষ্ঠানে পড়াশোনা করে আসছেন। এরমাঝে দীর্ঘদিন থেকে তাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছে নাইমুল। এতে মেয়ের সাড়া না পেয়ে সে ক্ষিপ্ত হয়ে যায়। পরে আজ সকালে ইংরেজি প্রথমপত্র পরীক্ষা দেওয়ার জন্য তানজিনা বাড়ি থেকে বের হয়। পথিমধ্যে ২-৩ জন তার গতিরোধ করে প্রবেশপত্র ছিনিয়ে নিয়ে ছিড়ে ফেলে দেয় এবং এ ঘটনা প্রকাশ করলে এসিড দিয়ে ঝলসে দেওয়ার হুমকি দিয়ে পালিয়ে যায় তারা। পরে সে দ্রুত পরীক্ষাকেন্দ্রে এসে অজ্ঞান হয়ে পড়ে যায়। বিষয়টি স্কুল কর্তৃপক্ষ তার বাবা সেকান্তর মিয়াকে জানালে তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।

পরে বিষয়টি স্কুল কর্তৃপক্ষ তার বাবা সেকান্তর মিয়াকে জানালে তারা তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা প্রাথমিক চিকিৎসা সম্পন্ন করে।

তানজিনার বাবা সেকান্তর মিয়া জানান, তার সহপাঠী হাজিরহাট এলাকার কামালের ছেলে নাইম তাকে প্রায় ডিস্টার্ব করতো। এতে সে ক্ষিপ্ত হয়ে অন্যলোক দিয়ে তার মেয়ের এ সর্বনাশ করেছে।

হাজিরহাট মিল্লাত একাডেমি কেন্দ্রের হল সুপার একেএম জায়েদ বিল্লাহ জানান, তানজিনা পরীক্ষা কেন্দ্রে এসে তার প্রবেশপত্র ছিনিয়ে নেওয়ার বিষয়ে আমাদের জানালে আমরা ডুপ্লিকেট কপি নিয়ে আসতে বলি। পরে সে বাড়ি থেকে ডুপ্লিকেট কপি এনে পরীক্ষা দেওয়া শুরু করে। এর মধ্যে হঠাৎ সে অজ্ঞান হয়ে পড়ে যায়।

কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ হোসেন জানান, পরীক্ষার্থীর প্রবেশপত্র না থাকলেও পরীক্ষা দেওয়ার সুযোগ ছিল। পরীক্ষার্থী অসুস্থ হওয়ায় সে পরীক্ষা দিতে পারেনি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ সংবাদ