০৪ ফেব্রুয়ারি ২০২০, ২১:৩৯

পেট্রোল ঢেলে স্ত্রীকে পোড়ালো স্বামী!

  © ফাইল ফটো

ঢাকার সাভারে রেখা (২২) নামের এক গৃহবধূকে আগুনে পুড়িয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় স্বামীর বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগী ওই নারীর দুলাভাই নুরুজ্জামান।

পুলিশ সোমবার রাতে অভিযুক্ত কাউসারকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে। সোমবার সাভারের আমিন বাজার বেগুনবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী নারীর দুলাভাই নুরুজ্জামান অভিযোগ করে বলেন, পাঁচ বছর আগে পারিবারিকভাবে রেখার সঙ্গে কাউসারের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের ৮ মাস বয়সের একটি মেয়ে সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই কাউসার ও তার বাবা বাদশা মিয়া ৫ লাখ টাকা যৌতুক দাবি করে আসছিল। রেখা তাদের দাবিকৃত টাকা দিতে অপারগতা প্রকাশ করেন।

এরপর থেকে যৌতুকের টাকার জন্য স্বামী ও শ্বশুরসহ বাড়ির লোকজন তাকে শারীরিকভাবে নির্যাতন করতে থাকে। তাদের নির্যাতন সহ্য করতে না পেরে বেশ কিছুদিন আগে রেখা বাবার কাছ থেকে ৭০ হাজার টাকা এনে দেয় কাউসারকে।

বাকি টাকা আদায়ের জন্য রেখাকে প্রতিনিয়ত চাপ প্রয়োগ করে তার স্বামী ও শ্বশুর। টাকা দিতে অস্বীকার করলে সোমবার দুপুরে বাদশা মিয়া রেখার শরীরে পেট্রোল ঢেলে দেয়। তার স্বামী কাউসার দিয়াশলাইয়ের কাঠি জ্বালিয়ে তার শরীরে ধরলে রেখার ডাক-চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভতির্ করে।

সাভার মডেল থানার ওসি এএফএম সায়েদ বলেন, গৃহবধূকে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টায় ভুক্তভোগীর স্বামী ও শ্বশুরের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা করেছে মনিরুজ্জামান। পুলিশ সোমবার রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত কাউসারকে গ্রেফতার করে মঙ্গলবার সকালে আদালতে পাঠিয়েছে বলে জানান তিনি।