শহীদ মিনারে জুতা পায়ে নাচ-গান, ইউপি সদস্যকে আটকের নির্দেশ
মোংলায় শহীদ মিনারে জুতা পায়ে নাচ-গানের আয়োজনকারী স্কুল কমিটির সভাপতি ও স্থানীয় ইউপি মেম্বার মো. মতিউর রহমান মোড়লকে আটকে নির্দেশ দেওয়া হয়েছে। এ তথ্য নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রাহাত মান্নান বলেন, এ ঘটনায় দোষী চাঁদপাই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার মতিউর রহমান মোড়লকে অপসারণও করা হবে।
অনুষ্ঠানস্থলে উপস্থিত স্কুল কমিটির সভাপতি ও চাঁদপাই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার মতিয়ার রহমান মোড়লের কাছে শহীদ মিনারে জুতা পায়ে গান ও নাচ পরিবেশনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘অনুষ্ঠান চলবে,আপনারা যা পারেন করেন।’
শহীদ মিনারে জুতা পায়ে গান-বাজনার ব্যাপারে অনুষ্ঠান চলকালে সংশ্লিষ্ট ইউপি (চাঁদপাই ইউনিয়ন) চেয়ারম্যান মোল্লা তরিকুল ইসলামকে একধিকবার ফোন করেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এদিকে উপজেলা চেয়ারম্যান আবু তাহের বলেন, ‘ওই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আমার নাম ব্যবহার করা হয়েছে বলে শুনেছি। কিন্তু ওই অনুষ্ঠানের কোনো দাওয়াত পাইনি। এ ব্যাপারে ওই অনুষ্ঠানের আয়োজকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিয়য়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাহাত মান্নান বলেন, ‘এ ব্যাপারে স্কুল কমিটির সভাপতির বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’