০৩ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৫৫

ভাই-বোনদের ফাঁসাতে মেয়েকে আছড়িয়ে হত্যা করেন বাবা

  © সংগৃহীত

আপন ভাই-বোনদের ফাঁসাতে গিয়ে দুই মাস বয়সী কণ্যা সন্তানকে আছড়িয়ে হত্যা করেছেন আপন বাবা। ঝালকাঠির কাঠালিয়া উপজেলার পশ্চিম তারাবুনিয়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

ঘাতক বাবার নাম কালাম সিকদার। হত্যাকাণ্ডের ঘটনায় আজ সোমবার আদারতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন কালাম সিকদার।

গতকাল রবিবার উপজেলার পশ্চিম তারাবুনিয়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ওইদিন বিকেলেই স্বামী কালামকে একমাত্র আসামি করে স্ত্রী তানিয়া আক্তার (২৩) কাঠালিয়া থানায় হত্যা মামলা করেন। পুলিশ কালামকে রাতেই গ্রেপ্তার করে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে কালাম সিকদারের সঙ্গে তাঁর আপন ভাই-বোনদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। বিরোধপূর্ণ জমিতে গাছ কাটা নিয়ে কালাম সিকদারের সঙ্গে তাঁর আপন দুই ভাই আফজাল সিকদার, জালাল সিকদার ও তিন বোন রাজিয়া বেগম, নাসরিন বেগম ও নাসিমা বেগমের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁর কালামকে মারধর করেন।

এ ঘটনায় কালাম ক্ষিপ্ত হয়ে তাঁর ভাই-বোনদের দেখে নেওয়ার হুমকি দিয়ে নিজের ঘরে ঢোকেন। এ সময় ঘরে ঘুমিয়ে থাকা তাঁর দুই মাস বয়সী মেয়ে জান্নাতি আক্তারকে খাটের পায়া ও দরজার চৌকাঠের সঙ্গে আছড়িয়ে গুরুতর জখম করেন। পরে আহত জান্নাতিকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পরপরই এলাকায় ২ মাসের শিশু জান্নাতি আক্তারকে ভাই-বোনেরা হত্যা করেছেন বলে কালাম প্রচার করেন।

কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, ভাই-বোনদের ফাঁসাতে শিশুকন্যাকে খাটের খুঁটির সঙ্গে আঘাত করে নিজেই হত্যার কথা স্বীকার করেন।