রাজীব হাসানের মৃত্যুর ঘটনায় আদালতে অভিযোগপত্র দাখিল
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২০, ০২:২৪ PM , আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২০, ০২:২৪ PM
রাজধানীর কাওরান বাজারে দুই বাসের রেষারেষিতে হাত হারানোর পর সরকারি তিতুমীর কলেজের ছাত্র রাজীব হাসানের মৃত্যুর ঘটনায় আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। আজ রোবববার (২ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইলিয়াস মিয়ার আদালতে এ অভিযোগপত্র উপস্থাপন করা হয়।
২০১৮ সালের ৩ এপ্রিল কারওয়ান বাজারের সার্ক ফোয়ারার কাছে ওই ঘটনা ঘটে। দুই বাসের রেষারেষিতে রাজিবের ডান হাত দোতলা বাসের সঙ্গে লেগে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে ১৩ দিন চিকিৎসাধীন থাকার পর ওই বছরের ১৬ এপ্রিল রাতে রাজীব মারা যান।
ওই ঘটনায় দায়ের হওয়া মামলায় বেশ কয়েকদিন আগেই তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক ইদ্রিস মিয়া।
তিনি গণমাধ্যমকে বলেন, বিআরটিসির বাসের চালক ওয়াহিদ ও স্বজন পরিবহনের চালক খুরশিদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হয়েছে। এই দুজনের বিরুদ্ধে বেপরোয়া বাস চালানোর মাধ্যমে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। সে অনুযায়ী অভিযোগপত্রটি দাখিল করা হয়েছে।