০১ ফেব্রুয়ারি ২০২০, ১১:০৮

এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ, আটক ২

  © সংগৃহীত

কক্সবাজারে অপহৃত এক এসএসসি পরীক্ষার্থীকে উদ্ধার ও অপহরণের অভিযোগে নারী ইউপি সদস্যসহ দুইজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যার পরপর কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও বাজারস্থ বেসরকারি ক্লিনিক মেডিকেল সেন্টারের সামনে থেকে এ অপহরণের ঘটনা ঘটে। 

আটকরা হলেন, ঈদগাঁও ইউনিয়ন পরিষদের নারী সদস্য নুরজাহান বেগম ওরফে হ্নীলা মেম্বার (৪৮) এবং তার ছেলে ছায়েদুর রহমান (২০)। নুরজাহান ঈদগাঁও ইউনিয়নের মাইজপাড়ার শফিক আহমদের স্ত্রী।

অপহরণের শিকার জয় ঈদগাঁও ভোমরিয়া ঘোনা এলাকার হাজী নুরুল আমিনের ছেলে এবং ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন কেজি স্কুল থেকে ২০২০ খ্রিষ্টাব্দের এসএসসি পরীক্ষার্থী।

জানা যায়, পূর্বশত্রুতার জেরে ইউপি মেম্বার নুর জাহান হৃীলা ও তার ছেলের নেতৃত্বে আরও ৬-৭ জন অজ্ঞাতনামা দুর্বৃত্ত জয়কে জোরপূর্বক সিএনজিতে তুলে মাইজপাড়ায় মেম্বার নুর জাহানের বাড়িতে নিয়ে যায়। পরে জয়ের আত্মীয় স্বজন এবং বন্ধুদের মাঝে খবরটি ছড়িয়ে পড়লে লোকজন ওই বাড়িতে যায়।

অপহরণের এক লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলে জানান জয়ের চাচা যুবলীগ নেতা এনাম রনি। পরে খবর পেয়ে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আসাদুজ্জামানের নির্দেশে এসআই আবু বকর ছিদ্দিক ও এএসআই নিজাম উদ্দিন পুলিশের একটি দল নিয়ে ঘটনাস্থল থেকে জয়কে উদ্ধার করেন।

ভিকটিমের পরিবারের দাবি অনুযায়ী অপহরণে জড়িত সন্দেহে মেম্বার নুর জাহান হৃীলা ও তার ছেলে ছায়েদুল ইসলামকে পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে আসা হয়।

ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আসাদুজ্জামান জানান, ঘটনাস্থলে তাৎক্ষণিক পুলিশ পাঠিয়ে ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। মামলা করলে সংশ্লিষ্ট ধারায় আটকদের আদালতে সোপর্দ করা হবে।