খুন করে সড়ক দুর্ঘটনার নাটক: কবর থেকে ছাত্রীর লাশ উত্তোলন
তিন যুবক মিলে অটোরিক্সায় তুলে অপহরণের চেষ্টা করেন এক স্কুল ছাত্রীকে। জীবন বাঁচাতে সেই ছাত্রী ঝাঁপ দেন চলন্ত অটোরিক্সা থেকে। মারাত্মক আহত হয়ে হাসপাতালে একদিন মৃত্যুর সাথে লড়াইও করেছেন। তবে হেরে যান তিনি। চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল তার।
এটি হবিগঞ্জ সদর উপজেলার রিচি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী মাদিনাতুল কোবরা জেরিনের (১৬) ঘটনা। জেরিনের মৃত্যুকে প্রথমে সড়ক দুর্ঘটনা হিসেবে চালানোর চেষ্টা করেছিল তাকে অপহরণের সাথে জড়িতরা। জেরিনের পরিবার সেটি মেনেও নিয়েছিল। তবে অটোরিক্সা উদ্ধার করতে গিয়ে বেরিয়ে আসে আসল রহস্য।
গত ২১ জানুয়ারি হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জেরিনকে অপহরণের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন ঘটনার মূল হোতা হিসেবে আটক জাকির হোসেন (২৫)। এরপর আদালত ময়নাতদন্তের জন্য জেরিনের লাশ কবর থেকে তোলার নির্দেশ দেন। দাফনের ১১ দিন পর আজ বৃহস্পতিবার তার লাশ কবর থেকে তোলা হয়েছে।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং হত্যা মামলাটির তদন্তকারী কর্মকর্তা মো. মাসুক আলী বলেন, লাশটি উদ্ধারের পর পুলিশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠায়। সেখানে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়।