২৭ জানুয়ারি ২০২০, ১২:৫৯

পুলিশ সদস্যের ছেলেকে পানিতে ফেলে হত‌্যা

  © টিডিসি ফটো

নোয়াখালীর সেনবাগ উপজেলায় এক পুলিশ সদস্যের তিন মাসের ছেলেকে পুকুরে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পরিবারের দাবি, শত্রুতা করে কেউ তুর্জয়কে পানিতে ফেলে হত‌্যা করেছে। সেনবাগ পৌরসভার বিন্নাগনি এলাকায় ভাড়া থাকেন পুলিশ কনেস্টেবল সুমন সরকার। ওই বাসার পাশের একটি পুকুর থেকে সুমনের ছেলে ‍তুর্জয় সরকারের লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশ সূত্র জানায়, রোববার সন্ধ‌্যায় দোলনায় শিশু তুর্জয়কে রেখে বাথরুমে যায় সুমনের স্ত্রী। বাথরুম থেকে ফিরে দোলনায় তুর্জয়কে দেখতে না পেয়ে ঘুমিয়ে থাকা সুমনকে ডাকেন। দুজনে বাড়ির আশপাশে খোঁজাখুজি করে তুর্জয়ের কোনো সন্ধান না পেয়ে পুলিশকে জানায়। রাত ১১টার দিকে পুকুর থেকে তুর্জয়ের ভাসমান লাশ উদ্ধার করা হয়।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের বাবা অজ্ঞাত একাধিক ব্যক্তির নামে হত‌্যা মামলা করেছেন। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।