৯৯৯ এ ফোন করে বখাটের হাত থেকে রক্ষা পেলো স্কুলছাত্রী
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২০, ০৯:০৫ AM , আপডেট: ২৩ জানুয়ারি ২০২০, ০৯:০৫ AM
৯৯৯ এ ফোন করে উত্যক্তকারী এক বখাটের কাছ থেকে রক্ষা পেলো ঝালকাঠির রাজাপুর উপজেলার এক এসএসসি পরীক্ষার্থী ও তার পরিবার।
বুধবার (২২ জানুয়ারি) দুপুরে ঘটা এ ঘটনায় উপজেলার সাতুরিয়া এলাকা থেকে পুলিশ ইভটিজিংয়ের অভিযোগে নাঈম কাজী (১৯) নামে এক যুবককে আটক করেছে। নাঈম ওই গ্রামের ফিরোজ কাজীর ছেলে।
জানা যায়, স্থানীয় সাতুরিয়া এমএম উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষার্থী মেয়েটিকে প্রতিবেশী বখাটে নাঈম উত্ত্যক্ত করে আসছিল। মঙ্গলবার বিদ্যালয়ের ক্লাস শেষ করে বাড়ি ফিরছিল সে। বাড়ির কাছাকাছি আসলে বখাটে নাঈম রাস্তায় পথ আটকিয়ে উত্যক্ত করে। এসময় ছাত্রীটির বোন চিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে আসে। পরে নাঈম সবাইকে অকথ্য ভাষায় গালাগালি দেয়।
এদিকে বিষয়টি ছাত্রীর মা স্কুলের প্রধান শিক্ষককে জানান। এতে ক্ষিপ্ত হয়ে ছাত্রীর মাকেও গালাগাল ও হুমকি দেয়। পরে মেয়েটির পরিবারটি পুলিশের ৯৯৯ নম্বরে ফোন দেয়।
রাজাপুর থানার ওসি (তদন্ত) মো. আবুল কালাম আজাদ বলেন, ইভটিজিংয়ের ঘটনায় বুধবার সকালে ছাত্রীর মা বাদী হয়ে থানায় মামলা করেন। দুপুরে আমারা অভিযান চালিয়ে অভিযুক্ত নাঈমকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করি।