নীলফামারীতে নসিমনের ধাক্কায় স্কুলছাত্রের মৃত্যু
নীলফামারীতে স্কুল থেকে ফেরার পথে স্থানীয়ভাবে নির্মিত শ্যালো ইঞ্জিন চালিত যান নছিমনের ধাক্কায় নিহত হয়েছে এক স্কুল ছাত্র। এসময় দুই গরু ব্যবসায়ী আহত হয়েছেন। রবিবার (১২ জানুয়ারি) দুপুরে এই ঘটনা ঘটে। নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
নিহত মোরসালীন ইসলাম হাসিফ (১৩) জেলা সমাজসেবা দপ্তরের সাধারণ কর্মচারী ও ইটাখোলা ইউনিয়নের সিংদই ছাড়ারপাড় গ্রামের আব্দুর রাজ্জাক বাদশার ছেলে। সে নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।
নীলফামারী আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আবু শফি মাহমুদ বলেন, হাসপাতালে নিয়ে আশার আগেই মৃত্যু হয় মোরসালিনের।
আহত দুই গরু ব্যবসায়ী হলেন, শফিকুল ইসলাম (৪০) ও জাহিদুল ইসলাম (৫০)। তাদের বাড়ি জেলার জলঢাকা উপজেলার মিরগঞ্জ ইউনিয়নের কালকেওট গ্রামে। আহতদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানান আবু শফি মাহমুদ।
স্থানীয় সুত্রে জানা যয়, ইটাখোলা ইউনিয়ন পরিষদের সামনের সড়কে গরুবোঝাই নসিমনটি নীলফামারীর যাওয়ার পথে হাসিবকে ধাক্কা দেয়। এসময় নছিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নীচে পড়ে যায়। এতে দুইজন গরু ব্যবসায়ী গুরুতর আহত হন।
ওসি মমিনুল ইসলাম বলেন, ‘ওই ঘটনায় ১০টি গরুসহ ব্যবসায়ী মশিউর রহমান ও নছিমনটি আটক করা হয়েছে। তবে নছিমনের চালক ময়নুল হক (২৮) পলাতক রয়েছে।’