ধর্ষণের প্রতিবাদে বশেমুরবিপ্রবিতে মোমবাতি প্রজ্বলন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকের শাস্তির দাবিতে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষক শিক্ষার্থীরা। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত এ কর্মসূচীতে প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
মোমবাতি প্রজ্বলনে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জাকিয়া সুলতানা মুক্তা জানান, ‘বিচারহীনতার সংস্কৃতি এবং সমাজের মানুষের মাঝে অসহিষ্ণুতা বৃদ্ধি পাওয়ার কারণেই আমাদের সমাজে ধর্ষণের মত অপরাধ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এধরণের অপরাধ বন্ধের জন্য অপরাধীদের বিচার নিশ্চিতের পাশাপাশি নাগরিকদের মনস্তাত্ত্বিক উন্নয়নের প্রতি রাষ্ট্রকে মনোনিবেশ করতে হবে।’
এছাড়া ধর্ষণের মতো ঘটনা প্রতিরোধে আত্মরক্ষার গুরুত্ব উল্লেখ করে তিনি বলেন, ‘বিচারের মাধ্যমে ধর্ষণ নির্মূল করা একটি দীর্ঘ প্রক্রিয়া। এক্ষেত্রে আত্মরক্ষার প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে কিছুটা হলেও ব্যক্তি নিরাপত্তা নিশ্চিত করা যেতে পারে এবং ধর্ষণ প্রতিরোধ করা যেতে পারে।’
উল্লেখ্য, ৬ জানুয়ারি রাতে ঢাকার কুর্মিটোলায় অজ্ঞাত ব্যক্তির দ্বারা ধর্ষণের শিকার হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী।