গণপিটুনিতে নিহত রেনুর সন্তানদের পাশে বসুন্ধরা গ্রুপ
রাজধানীর বাড্ডায় গণপিটুনিতে নিহত সরকারি তিতুমীর কলেজের সাবেক শিক্ষার্থী তসলিমা বেগম রেনুর দুই সন্তানের পাশে দাঁড়ালেন বসুন্ধরা গ্রুপের পরিচালক সাবরিনা সোবহান। সোমবার (০৬ জানুয়ারি) বসুন্ধরা আবাসিক এলাকায় বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টার-১ এ আনুষ্ঠানিকভাবে রেনুর সন্তানদের জন্য ১০ লাখ টাকার চেক হস্তান্তর করেন তিনি।
নিহত রেনুর পুত্র তাহসিনের বয়স ১১ এবং কন্যা তুবার বয়স ৪ বছর। বর্তমানের তারা তাদের খালার বাসায় থাকে। বসুন্ধরা পরিচালক তাদের জন্য ১০ লাখ টাকা ডিপোজিটের ব্যবস্থা করে দিয়েছেন খালার নামে। এর লভ্যাংশ দিয়ে যেন রেনুর এ দুই সন্তান চলতে পারে তাই এ উদ্যোগ।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিন সম্পাদক এবং রেডিও ক্যাপিটাল ও টেলিভিশন চ্যানেল নিউজ টোয়েন্টিফোরের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নঈম নিজাম ও কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন।
কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন বলেন, বসুন্ধরা গ্রুপ বরাবরই আর্ত মানবতার সেবায় নিয়োজিত থাকে। সে ধারাবাহিকতায় সাবরিনা সোবহান আজ রেনুর সন্তানদের পাশে দাঁড়িয়েছেন। তিনি আজ দশ লাখ টাকা অনুদান দিলেন। এই টাকা ব্যাংকে থাকবে। এই টাকা থেকে যে আয় হবে তা দিয়ে এদের ভরণ-পোষণ ও লেখাপড়ার খরচ চলবে।
উল্লেখ্য, গত ২০ জুলাই তুবার ভর্তির জন্য বাড্ডা প্রাথমিক বিদ্যালয়ে খোঁজখবর নিতে গিয়ে তসলিমা বেগম রেনু ছেলে ধরা সন্দেহে গণপিটুনিতে নিহত হন।