স্কুলব্যাগে ফেনসিডিল, ‍পুলিশের হাতে কারবারি ধরা

  © প্রতীকী ছবি

জয়পুরহাটের আক্কেলপুরে ৮০ বোতল ফেনসিডিলসহ নূরনবী ওরফে জুলেল (৪৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। মাদক কারবারি হলো-জয়পুরহাট সদর উপজেলার হারাইল পশ্চিমপাড়া গ্রামের মৃত আফসার আলীর ছেলে।

পুলিশ জানায়, নূরনী ওরফে জুয়েল জয়পুরহাট জেলার শীর্ষ মাদক ব্যবসায়ী। তিনি বেশিরভাগ সময় বিভিন্ন কৌশলে ফেনসিডিল রাজধানী ঢাকায় নিয়ে বিক্রি করেন। বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে তিনি একটি স্কুলব্যাগের ভেতর ফেনসিডিল নিয়ে যাচ্ছিলেন ঢাকায়। কৌশলগত কারণে তিনি জয়পুরহাট সদর থেকে ঢাকাগামী বাসে উঠে আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর বাজার থেকে ঢাকাগামী এক বাসে ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এসআই) তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন।

আক্কেলপুর থানার পরিদর্শক (ওসি) আবু ওবায়েদ বলেন, মাদক ব্যবসায়ীদের ধরতে সবখানে জাল বিছানো রয়েছে। আস্তে আস্তে শীর্ষ মাদক কারবারিরা ধরা পড়ছে। গ্রেপ্তার নূরনবী ওরফে জুয়েলের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা হয়েছে বলে জানান তিনি।


সর্বশেষ সংবাদ